Ajker Patrika

বিয়ের পর দিন ধর্ষণ মামলায় বর গ্রেপ্তার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৭: ৩৯
বিয়ের পর দিন ধর্ষণ মামলায় বর গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে বিয়ের পরের দিনে ধর্ষণ মামলায় বর শাহীন বাবুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলার গত রোববার রাতে দিনাজপুরের খানসামার খলিপাপাড়ার এক নারী গার্মেন্টস কর্মী (৩৫) তাঁর বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

পুলিশ জানায়, ওই নারী সঙ্গে শাহীন বাবুর দীর্ঘদিনের পরকীয়া ছিল। বিয়ের প্রলোভনে তাঁকে একাধিকবার ধর্ষণ করে।

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত