Ajker Patrika

সড়কে বাসস্ট্যান্ড না থাকায় দুর্ভোগ

গঙ্গাচড়া প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ২১: ৫৯
সড়কে বাসস্ট্যান্ড না থাকায় দুর্ভোগ

বড়াইবাড়ীর রংপুর সড়কটি বাসস্ট্যান্ডে পরিণত হয়েছে। এ সড়কের বটতলা, মন্থনা বাজার, গঙ্গাচড়া বাজার, বুড়িরহাট স্ট্যান্ডে সড়কেই দাঁড়িয়ে নৈশকোচে যাত্রী তোলা হয়।

গঙ্গাচড়া বাজারে একটি স্ট্যান্ড থাকলেও বাসগুলো স্ট্যান্ডে না দাঁড়িয়ে মূল সড়ক বন্ধ করে যাত্রী তোলে। ফলে ব্যস্ততম সড়কটিতে যাতায়াতকারী পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

ভুক্তভোগীদের অভিযোগে জানা যায়, প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত এবং সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ওই সড়কে কোচ দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়।

এতে করে সড়কে যানজটের সৃষ্টি হয়। অন্য যানবাহনসহ পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে নিয়মিত। এ ছাড়াও রাতের বেলা অতিরিক্ত যানজটের কারণে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে স্ট্যান্ড সংলগ্ন এলাকায়।

বটতলা বাজারের কাউন্টার মাস্টার রহিম বলেন, সামান্য সময়ের জন্য আমাদের কোচটি এখানে দাঁড়ায়। এতে অন্যান্য পরিবহনের যাত্রীদের তেমন অসুবিধা হয় না।

মোটরসাইকেল চালক তুষার জানান, নির্দিষ্ট স্ট্যান্ড থাকলে কোচগুলো সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠাতে পারত। মানুষের ভোগান্তি হতো না।

রংপুর শহরের কার চালক সাইফুল আজকের পত্রিকাকে জানান, এ রুটে কোথাও স্ট্যান্ড নাই। গঙ্গাচড়ায় একটি স্ট্যান্ড থাকলেও দূরপাল্লার কোচগুলো সেখানে দাঁড়ায় না। মূল রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলে। এতে অন্য যানবাহন ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত