Ajker Patrika

আগাম কপির দাম ভালো

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৭: ৫১
আগাম কপির দাম ভালো

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আগাম জাতের ফুলকপি ও বাঁধাকপির ফলন ভালো হয়েছে।এতে কৃষকেরা দামওভালো পাচ্ছেন।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চলতি মৌসুমে কোনো জমি আর পতিত নেই। নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল, কুটিবাড়ী, বালাতাড়ি, মল্লিকার কুটি ও কৃষ্ণনন্দবকসী এলাকা গিয়ে দেখা গেছে শতাধিক কৃষক পতিত জমিতে আগাম জাতের ফুলকপি ও বাঁধাকপি সহ নানান সবজি চাষ করেছেন। কিছু কৃষক খেতের আগাম ফুলকপি বিক্রি করা শুরু করেছেন। অনেক চাষি অন্যের জমি বর্গা নিয়ে হাইব্রিড ফুলকপি-বাঁধাকপি চাষ করে পরিবার-পরিজন নিয়ে খেতে ব্যস্ত সময় পার করছেন।

কৃষকেরা জানান, পাইকারি হিসেবে ফুলকপির বাজার দর প্রতি মণ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা ও বাঁধাকপি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল এলাকার কৃষক আনু মিয়া জানান, তিনি এবছর দুই বিঘা জমিতে আগাম জাতের ফুলকপি চাষ করেছেন। এক সপ্তাহ ধরে ২ হাজার টাকা মণ দরে বিক্রি করছেন। ফুলকপির বাজার দর এ রকম থাকলে দুই বিঘা জমিতে ৯০ হাজার থেকে ১ লাখ টাকার ফুলকপি বিক্রি করা সম্ভব বলে জানান তিনি।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন বলেন, এ বছর আবহাওয়া অনুকূল থাকায় কৃষকেরা উপজেলা কৃষি বিভাগের পরামর্শে আগাম হাইব্রিড জাতের ফুলকপি চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন। এ কারণে জনপ্রিয় হয়ে উঠেছে কপি চাষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত