Ajker Patrika

টানা তৃতীয়বার সেরা করদাতা রাশেদুল

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১১: ১৭
টানা তৃতীয়বার সেরা করদাতা রাশেদুল

নরসিংদী জেলা থেকে তরুণ করদাতা শ্রেণিতে ২০২০-২১ অর্থবছরে আবারও সেরা করদাতা নির্বাচিত হয়েছেন চিশতিয়া সাইজিং মিলস এর ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হাসান রিন্টু। এ নিতে তিনি টানা তিনবারের মত সেরা করদাতা নির্বাচিত হয়েছেন।

গত বুধবার ঢাকায় অফিসার্স ক্লাব আয়োজিত ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ক্রেস্ট, কর কার্ড এবং সম্মাননা গ্রহণ করেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব অন্তরীণ সম্পদ বিভাগ আবু হেনা মো. রহমাতুল মুনিম ও এফবিসিসিআই প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন সম্মাননা তুলে দেন। রাশেদুল হাসান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত