Ajker Patrika

নানা কর্মসূচিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১০: ৩৪
নানা কর্মসূচিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিভিন্ন স্থানে নানান কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৫০ বছর পূর্তি পালিত হয়েছে। ‘মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’-এই প্রতিপাদ্য নিয়ে গতকাল বুধবার দেশের জেলা ও উপজেলাগুলোতে দিবসটি পালিত হয়। আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো খবর:

মাদারীপুর: মাদারীপুর জেলাসহ চারটি উপজেলায় দিবসটি পালিত হয়েছে। সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে এতে মাদারীপুরের স্থানীয় সরকারি বিভাগের উপপরিচালক আজাহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজৈর (মাদারীপুর): দিবসটি উপলক্ষে রাজৈর উপজেলায় র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত। এ সময় ইউএনও আনিসুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এইচ এম মাহাবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ডামুড্যা (শরীয়তপুর): ডামুড্যা উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউএনও সাদিকুর রহমান সবুজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কাঠালিয়া (ঝালকাঠি): ঝালকাঠির কাঠালিয়ায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও সুফল চন্দ্র গোলদার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বেতাগী (বরগুনা): দিবসটি উপলক্ষে বরগুনার বেতাগীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় ইউএনও মো. সুহৃদ সালেহীন, উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান প্রমুখ উপস্থিত ছিলেন।

চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশনে দিবসটি উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মো. আবু আবদুল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত