Ajker Patrika

নৌকার মাঝি হতে চান মমতাজ হোসেন

বদরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১১: ৫৫
নৌকার মাঝি হতে চান মমতাজ হোসেন

বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে নৌকা প্রতীক চান মমতাজ হোসেন। এ জন্য তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্র প্রত্যাশা করে এলাকায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। ভোটারদের কাছে গিয়ে দোয়া ও আশীর্বাদ নিচ্ছেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের বাসিন্দা। তিনি এর আগে উপজেলায় দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ছিলেন ইউপি সদস্যও। বর্তমান তিনি জেলা পরিষদের সদস্য এবং বদরগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) সভাপতি।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মমতাজ পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে তুলে ধরছেন সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড। চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করতে পারবেন বলে ভোটারদের প্রতিশ্রুতিও দিচ্ছেন।

মমতাজ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের হাতকে শক্তিশালী করতে এবং ইউনিয়নবাসীকে ভালো রাখতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চাই। এ কারণে দলের কাছে নৌকা প্রতীক প্রত্যাশা করছি।’

আসন্ন ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে দল তাঁকেই মনোনয়ন দেবে বলে আশা প্রকাশ করেন মমতাজ। তিনি বলেন, ‘মনোনয়ন পেলেই শতভাগ পাস করতে পারব, ইনশা আল্লাহ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত