Ajker Patrika

মামলা প্রত্যাহারে মানববন্ধন

রংপুর প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৮: ০৯
মামলা প্রত্যাহারে মানববন্ধন

জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে রংপুর মহানগর কৃষক দল।

গতকাল রোববার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহ নেওয়াজ রহমান লাবুর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম।

এ ছাড়া বক্তব্য দেন মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ রহমান পিন্টু, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, দিল মেরাজুল দুলু, রবিউল মাস্টার, আখেরুজ্জামান মানু, শরিফুল ইসলাম শরিফ, শাহিন ইকবাল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তাহলে কেন এই বিভেদ, কেন এই অশান্তি?

কৃষক দলের নেতাদের অভিযোগ, সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলা, বাড়িঘর ও জমি দখলসহ যে নির্যাতন হচ্ছে তার মদদ দিচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। ইতিমধ্যে এসব ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছেন। এ সময় বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুস্থতা কামনাসহ কেন্দ্রীয় নেতা-কর্মীদের নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত