Ajker Patrika

জয়ের খোঁজে চেলসি

জয়ের খোঁজে চেলসি

এবারের চ্যাম্পিয়নস লিগে বেশ সহজ গ্রুপে পড়েছে চেলসি। তবে সেখানেও হাবুডুবু খাচ্ছে ব্লুজরা। ২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে তলানিতে তারা। ‘ই’ গ্রুপে আজ ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা এসি মিলানকে আতিথেয়তা দেবে চেলসি।

নিজেদের লিগে দুই দলই আছে পাঁচে। গত এক মাসে চেলসিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। ২০২০-২১ মৌসুমে ব্লুজদের চ্যাম্পিয়নস লিগ জিতিয়েও চাকরি হারিয়েছেন টমাস টুখেল। তাঁর জায়গায় এসেছেন গ্রাহাম পটার। অবশ্য তাঁর অধীনেও চ্যাম্পিয়নস লিগে এখনো জয়শূন্য চেলসি।

সে জায়গায় অবশ্য ভালো অবস্থানে মিলান। গত ম্যাচে ব্লুজদের ‘ঘাতক’ দিনামো জাগরেভকে উড়িয়ে দিয়েছিল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। এদিকে গোলের খোঁজে থাকা চেলসিও শক্তি বাড়িয়ে নিয়েছে আক্রমণভাগে। বার্সেলোনা থেকে নিয়ে এসেছে পিয়েরে-এমেরিক অবামেয়াংকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত