Ajker Patrika

৫২৬৭ পরিবারকে খাদ্যসহায়তা

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৩: ১৪
৫২৬৭ পরিবারকে খাদ্যসহায়তা

ঝালকাঠি জেলায় ৩৩৩ নম্বরে কল করে গত সোমবার পর্যন্ত খাদ্যসহায়তা পেয়েছে ৫ হাজার ২৬৭টি পরিবার। করোনায় বিপাকে পরা পরিবার এই সহায়তা নেয়। করোনা পরিস্থিতির সময় লকডাউনকালীন দৈনিক ৪-৫ জন এই নম্বরে কল করে সহায়তা চেয়েছেন। কিন্তু এখন লকডাউন তুলে নেওয়ার পরও প্রতিদিন ২০০ থেকে ৩০০ পরিবার এই সুবিধা চাচ্ছেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্র জানায়, জেলার ৪ উপজেলায় এ পর্যন্ত ৫ হাজার ২৬৭টি পরিবারকে এই সহায়তা দেওয়া হয়েছে। এই খাতে ৫৬ লাখ ৬৭ হাজার টাকা ও ২৪২ টন চাল খরচ হয়েছে। প্রতিটি পরিবারকে চাল, ডাল, লবণ, আলুসহ নিত্য প্রয়োজনীয় প্রায় ১ হাজার টাকা মূল্যের খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। প্রদেয় সহায়তা দিয়ে ৫ সদস্যের একটি পরিবার এক সপ্তাহ চলতে পারে। ঝালকাঠি সদর উপজেলায় ২ হাজার ১০২ পরিবার এই খাদ্য সহায়তা পেয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত