Ajker Patrika

সবার আগে করোনামুক্ত হবে বাংলাদেশ

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৭: ৫৭
সবার আগে করোনামুক্ত হবে বাংলাদেশ

অণুজীব বিজ্ঞানী ও সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বিজন কুমার শীল বলেছেন, ‘বিশ্বের মধ্যে বাংলাদেশই প্রথম করোনামুক্ত হবে। দ্বিতীয়বার এ দেশে করোনা বিপর্যয়ের সম্ভাবনা নেই।’

গতকাল বুধবার বিকেলে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) এর সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক বিজন কুমার শীল বলেন, ‘করোনা ভাইরাসের নিয়মিত মিউটেশন (রূপ বদলানো) ঘটছে। বাংলাদেশে সংক্রমণ অনেক কমে এসেছে। আমি আগেই বলেছি, বাংলাদেশই প্রথম করোনামুক্ত হবে। আর দ্বিতীয়বার সংক্রমণের আশঙ্কা করছি না।’

অণুজীব বিজ্ঞানী অধ্যাপক বিজন কুমার শীল বর্তমানে করোনার ভয়াবহতা থেকে রক্ষায় বিশ্ববিদ্যালয়ে নিয়মিত কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের সতর্ক করে চলেছেন। এ সময় স্বাস্থ্য সুরক্ষায় সকলকে মাস্ক পড়ার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বিজ্ঞানী করোনার প্রভাব বিস্তার রোধে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। গত বছর গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষে করোনা শনাক্তকারী কিট উদ্ভাবক টিমের প্রধান হিসেবে কাজ করে আলোচনায় তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত