Ajker Patrika

বিদেশি ওষুধও তৈরি হয় চকবাজারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৫: ৫২
বিদেশি ওষুধও তৈরি হয় চকবাজারে

কেমিস্ট ও ল্যাবরেটরি ছাড়া বাসা বা গোডাউনেই তৈরি হচ্ছে প্রসাধনী ও ওষুধ। ভেজাল এসবে পন্যে জড়িয়ে দেওয়া হচ্ছে দেশি-বিদেশি ব্র্যান্ডের মোড়ক। তারপর সেগুলো পৌঁছে যাচ্ছে রাজধানীসহ বিভিন্ন এলাকায়। গত বৃহস্পতিবার চকবাজারের দেবীদাস লেনে অভিযান চালিয়ে ভেজাল ওষুধ-প্রসাধনী তৈরি ও বাজারজাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, আলতাফ হোসেন, সোহেল হাওলাদার ও মো. সালমান।

গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী কমিশনার ফজলুর রহমান জানান, দেবীদাস লেনের ৩৯/১ নম্বর বাসায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় জনসন’স, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ডাবর ভাটিকাসহ বিভিন্ন নামী ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়।

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় দেবীদাস লেনের ৪১/১/ডি নম্বরের আরেকটি বাসায় অভিযান চালিয়ে ১ হাজার ২০০ বেটামিথাসন ভেলিরেট অ্যান্ড নিওমাইসিন স্কিন ক্রিম, ১ হাজার নিধি অ্যান্ড লাভলি অ্যাডভান্সড মাল্টি ভিটামিন স্কিন ক্রিম, ২৫০টি নিধি নিউ ফেস হোয়াইট পার্ল স্কিন স্নোসহ বিভিন্ন নকল ওষুধ উদ্ধার হয়। এ ঘটনায় চকবাজার থানায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত