Ajker Patrika

বাইক আটকের জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৮: ৫১
বাইক আটকের জেরে  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

কাগজপত্র যাচাইয়ের সময় নেসকোর উপসহকারী এক প্রকৌশলীকে জরিমানা ও মোটরসাইকেল জব্দ করেছিল ট্রাফিক পুলিশ। ঘটনার জেরে বকেয়া বিলের অভিযোগে ট্রাফিক পুলিশ অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ বিভাগ। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী শহরে।

তবে আড়াই ঘণ্টা পর বুধবার রাত আটটার দিকে নেসকোর গাড়ি এসে ট্রাফিক অফিসে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়। পক্ষান্তরে কাগজপত্র জমা নিয়ে মোটরসাইকেলটি ফেরত দিয়েছে ট্রাফিক পুলিশ।

ঘটনাটি নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাতেও আলোচনা হয়েছে।

ট্রাফিক পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের পোস্ট অফিস মোড়ে বুধবার বিকেলে ট্রাফিকের নিয়মিত যানবাহন তল্লাশি চলছিল। এ সময় ঈশ্বরদী বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী রাসেল মিয়ার কাছে তাঁর মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চায় ট্রাফিক পুলিশ। তাৎক্ষণিক কাগজপত্র দেখাতে না পারায় ও হেলমেট না থাকায় ট্রাফিক আইনে ওই প্রকৌশলীকে জরিমানা ও তাঁর মোটরসাইকেলটি জব্দ করা হয়। এর কিছুক্ষণ পরপরই বিকেল সাড়ে পাঁচটার দিকে বিদ্যুৎ অফিস থেকে একটি গাড়ি এসে শহরের শেরশাহ রোডে ট্রাফিক অফিসের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে চলে যায়। এতে পুরো অফিস অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে ও কাজকর্ম ব্যাহত হয়।

খবর পেয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ট্রাফিক অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পুলিশ সুপারের নির্দেশে ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযান চলছে ঈশ্বরদীতে। বকেয়া বিলের প্রসঙ্গে তিনি বলেন, বিলের টাকা সরকারি কোষাগার থেকে পরিশোধ হয়। বিদ্যুতের বিলের অর্থ বরাদ্দ আসার পর জরিমানা দিয়েই পরিশোধ হয়ে থাকে।

নেসকোর ঈশ্বরদীর নির্বাহী প্রকৌশলী আব্দুল নূর বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করে বলেন, ‘সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। এখন সব ঠিক হয়ে গেছে। বুধবার রাত আটটার আগেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। তাঁদের মোটরসাইকেলও ফেরত দিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত