Ajker Patrika

টঙ্গীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১১: ৪০
টঙ্গীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী গত বুধবার রাতে থানায় মামলা করেছেন। বুধবার রাতেই এ মামলার আসামি শুক্কুর আলীকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামি টঙ্গীর এরশাদ নগরের ৮ নম্বর ব্লকের বাসিন্দা।

পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে একটি সামাজিক অনুষ্ঠানে গিয়ে ওই কিশোরীর সঙ্গে পরিচয় হয় শুক্কুরের। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত অক্টোবর মাসে শুক্কুর বিয়ের করার কথা বলে তাঁর বন্ধুর বাসায় নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন।

ভুক্তভোগী কিশোরী বলে, ‘ঘুরতে যাওয়ার কথা বলে দুই মাস আগে আমাকে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক করে শুক্কুর। ঘটনার দুই মাস পেরিয়ে গেলে বিয়ের তাগিদ দিলে বিয়েতে অস্বীকৃতি জানায় সে। পরে থানায় মামলা করেছি।’

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত