Ajker Patrika

হাতিয়ার গুচ্ছগ্রামের পুকুরে মিলল ইলিশ

নোয়াখালী ও হাতিয়া প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২২, ১২: ৫৮
হাতিয়ার গুচ্ছগ্রামের পুকুরে মিলল ইলিশ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের ‘যুগান্তর গুচ্ছগ্রাম’ এর একটি পুকুরে বিভিন্ন সাইজের ৪০-৪৫টি ইলিশ পাওয়া গেছে। সাগরের ইলিশ পুকুরে পাওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে মৎস্য গবেষক ও সংশ্লিষ্টরা বলছেন, সাগর-নদী তীরবর্তী এলাকার পুকুরে ইলিশ মাছ পাওয়াটা স্বাভাবিক।

জানা গেছে, গত সপ্তাহে নিঝুম দ্বীপের ৩ নম্বর ওয়ার্ডের ‘যুগান্তর গুচ্ছগ্রাম’-এর ৫ একর পুকুরে পানি সেচের মেশিন বসানো হয়। গত শুক্রবার বিকেলে পানি কিছুটা কমে আসলে তাতে জাল ফেলা হয়। জালে অন্য মাছের সঙ্গে বিভিন্ন সাইজের ৪০-৪৫টি ইলিশ মাছ পাওয়া যায়। গুচ্ছগ্রামটিতে ৪০টি পরিবারের বসবাস করে। গুচ্ছগ্রামের দক্ষিণে বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ব দিকে মেঘনা নদী অবস্থিত। বর্ষা মৌসুমে বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় প্রবল জোয়ারের কয়েক ফুট পানিতে প্লাবিত হয় গুচ্ছগ্রামটি।

পুকুরটির ইজারাদার আবদুল মান্নান বলেন, ইলিশগুলোর মধ্যে ছোটগুলোর ওজন ১৫০ থেকে ২০০ গ্রাম এবং বড়গুলো ৪০০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত। পুকুরের পানির সেচ শেষ হতে আরও ৩-৪ দিন লাগতে পারে। পরে এ পুকুরটিতে আরও ইলিশ মাছ পাওয়া যেতে পারে বলেও জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য আফছার উদ্দিন বলেন, পুকুরে ইলিশ পাওয়া গেছে এমন খবরে স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থলে আসেন। ধারণা করা হচ্ছে, গত বছর ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর কারণে অতিরিক্ত জোয়ার দেখা দেয়। টানা এক সপ্তাহের বেশি সময় ধরে জোয়ারের পানি বৃদ্ধির কারণে ও নদীতে স্রোত থাকায় নিঝুম দ্বীপের প্রায় সব গ্রামের পুকুর ও দিঘি পানিতে প্লাবিত হয়। ওই সময় পুকুরটিতে ইলিশের পোনা প্রবেশ করেছে। যা গত কয়েক মাসে বড় হয়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘উপকূলীয় এলাকার সমুদ্র তীরবর্তী পুকুরে জোয়ারের পানির সঙ্গে ইলিশ মাছ প্রবেশ করা স্বাভাবিক বিষয়। তবে হাতিয়ার পুকুরে পাওয়া মাছগুলো ইলিশ কি-না, তা না দেখে নিশ্চিত হওয়া সম্ভব না। কারণ ইলিশ মাছের মতো দেখতে চাপিলা বা ইলিশের অন্য প্রজাতির মাছ রয়েছে। খাদ্যাভ্যাস পরিবর্তন সম্ভব হলে পুকুরে ইলিশ মাছ বেড়ে ওঠা সম্ভব। এ বিষয়ে নানাবিধ গবেষণা চলছে।’

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগেও হাতিয়ার মেঘনা নদীর পার্শ্ববর্তী একটি পুকুরে ইলিশ পাওয়া গিয়েছিল। লবণাক্ত ছাড়াও মিঠা পানিতেও ইলিশ মাছ বেঁচে থাকতে পারে। ইলিশ মাছের মতো দেখতে ‘সার্ডিন ও চৌক্কা’ প্রজাতির দুটি মাছ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত