Ajker Patrika

দেবিদ্বারে আট কেজি গাঁজাসহ আটক ২

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৫: ৫০
দেবিদ্বারে আট কেজি গাঁজাসহ আটক ২

দেবিদ্বার উপজেলার বাগুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৭ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে র‍্যাব। গতকাল শনিবার র‍্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

র‍্যাব জানায়, গত শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার চান্দিনা বাগুড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করা হয়।

আটক দুজন হলেন কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকার মো. জাকির হোসেন বাপ্পি (২৫) ও চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ গ্রামের মানিক (১৯)।

র‍্যাব আরও জানায়, আটক দুজন দীর্ঘদিন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। তাঁদের নামে দেবিদ্বার থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত