মো. সাদ্দাম হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার দাসপাড়া মন্দিরে সহযোগী কয়েকজন শিল্পীকে নিয়ে কাজ করছিলেন প্রতিমাশিল্পী এন পাল। এবার উপজেলার অধিকাংশ পূজামণ্ডপে যাবে তাঁর তৈরি প্রতিমা। ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ। শুধু বাকি আছে রঙের কাজ। প্রতিমার গায়ে তুলির আঁচড় পড়লেই বাজবে পূজার ঘণ্টা।
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির ব্যস্ততা চলছে উপজেলার বিভিন্ন মণ্ডপে। প্রতিমার কারিগরেরা রাত-দিন কাজ করছেন অপরূপ রূপে দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশকে সাজিয়ে তুলতে। এবার প্রতিমা তৈরির উপকরণের মূল্যবৃদ্ধি ও করোনার অজুহাতে প্রতিমার দাম কম থাকায় লাভ হচ্ছে না বলে দাবি কারিগরদের।
আর কয়েক দিন পরেই ভক্তদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে শান্তির বার্তা নিয়ে মর্ত্যলোকে আসছেন দেবী দুর্গা। দেবী দুর্গার যে অবয়বে ভক্তির মাধ্যমে দেবীর মন জয়ের প্রার্থনা করবেন ভক্তরা সেই অবয়ব বা প্রতিমা তৈরির কাজে নিয়োজিত আখাউড়ার প্রতিমা কারিগরেরা এখন ব্যস্ত সময় পার করছেন।
অধিকাংশ প্রতিমারই প্রতিকৃতি তৈরি হয়েছে। এখন অপেক্ষা শুধু রং আর তুলির আঁচড়ের। অথচ নিপুণ হাতের ছোঁয়া আর কঠোর পরিশ্রম করে যাঁরা তৈরি করেছেন প্রতিমা, তাঁদের অনেকেই আজ বিমুখ। কারণ, প্রতিমা তৈরির অন্যতম উপকরণ মাটি, কাঠ, খড়, বাঁশ, লোহা, রংসহ সব পণ্যের মূল্য যে হারে বেড়েছে, সে হারে বাড়েনি প্রতিমার দাম। তার ওপর এ বছরে করোনার অজুহাতে অনেকটাই কম প্রতিমার দাম।
সূত্রে জানা গেছে, পৌর শহরসহ উপজেলার ৫টি ইউনিয়নে ২২টি সর্বজনীন পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌর শহরে ১১টি ও উপজেলার ৫টি ইউনিয়নে ১২টি পূজার মণ্ডপ রয়েছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ আখাউড়া উপজেলা শাখার আহ্বায়ক দীপক কুমার ঘোষ আজকের পত্রিকাকে জানান, উপজেলায় এ বছর ২২টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। তবে করোনা পরিস্থিতির কারণে প্রতিটি মণ্ডপে যেন স্বাস্থ্যবিধি নিশ্চিত থাকে, সে জন্য পূজামণ্ডপ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে জানান, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, সে জন্য প্রশাসন তৎপর রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার দাসপাড়া মন্দিরে সহযোগী কয়েকজন শিল্পীকে নিয়ে কাজ করছিলেন প্রতিমাশিল্পী এন পাল। এবার উপজেলার অধিকাংশ পূজামণ্ডপে যাবে তাঁর তৈরি প্রতিমা। ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ। শুধু বাকি আছে রঙের কাজ। প্রতিমার গায়ে তুলির আঁচড় পড়লেই বাজবে পূজার ঘণ্টা।
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির ব্যস্ততা চলছে উপজেলার বিভিন্ন মণ্ডপে। প্রতিমার কারিগরেরা রাত-দিন কাজ করছেন অপরূপ রূপে দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশকে সাজিয়ে তুলতে। এবার প্রতিমা তৈরির উপকরণের মূল্যবৃদ্ধি ও করোনার অজুহাতে প্রতিমার দাম কম থাকায় লাভ হচ্ছে না বলে দাবি কারিগরদের।
আর কয়েক দিন পরেই ভক্তদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে শান্তির বার্তা নিয়ে মর্ত্যলোকে আসছেন দেবী দুর্গা। দেবী দুর্গার যে অবয়বে ভক্তির মাধ্যমে দেবীর মন জয়ের প্রার্থনা করবেন ভক্তরা সেই অবয়ব বা প্রতিমা তৈরির কাজে নিয়োজিত আখাউড়ার প্রতিমা কারিগরেরা এখন ব্যস্ত সময় পার করছেন।
অধিকাংশ প্রতিমারই প্রতিকৃতি তৈরি হয়েছে। এখন অপেক্ষা শুধু রং আর তুলির আঁচড়ের। অথচ নিপুণ হাতের ছোঁয়া আর কঠোর পরিশ্রম করে যাঁরা তৈরি করেছেন প্রতিমা, তাঁদের অনেকেই আজ বিমুখ। কারণ, প্রতিমা তৈরির অন্যতম উপকরণ মাটি, কাঠ, খড়, বাঁশ, লোহা, রংসহ সব পণ্যের মূল্য যে হারে বেড়েছে, সে হারে বাড়েনি প্রতিমার দাম। তার ওপর এ বছরে করোনার অজুহাতে অনেকটাই কম প্রতিমার দাম।
সূত্রে জানা গেছে, পৌর শহরসহ উপজেলার ৫টি ইউনিয়নে ২২টি সর্বজনীন পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌর শহরে ১১টি ও উপজেলার ৫টি ইউনিয়নে ১২টি পূজার মণ্ডপ রয়েছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ আখাউড়া উপজেলা শাখার আহ্বায়ক দীপক কুমার ঘোষ আজকের পত্রিকাকে জানান, উপজেলায় এ বছর ২২টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। তবে করোনা পরিস্থিতির কারণে প্রতিটি মণ্ডপে যেন স্বাস্থ্যবিধি নিশ্চিত থাকে, সে জন্য পূজামণ্ডপ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে জানান, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, সে জন্য প্রশাসন তৎপর রয়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫