Ajker Patrika

সিনেমার গল্প ‘চুরি’র অভিযোগ

সিনেমার গল্প ‘চুরি’র অভিযোগ

মুক্তিযুদ্ধের সময়ের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘জেকে ১৯৭১’ সিনেমা। ফাখরুল আরেফীন খান নির্মিত সিনেমাটি মুক্তি পেয়েছে ৩ মার্চ। মুক্তির আট দিনের মাথায় এর বিরুদ্ধে উঠল গল্প ‘চুরি’র অভিযোগ। অভিযোগ করেছেন নির্মাতা ও সংগীতশিল্পী অমিত মল্লিক। তাঁর দাবি, একই ঘটনা নিয়ে তিনিই প্রথমে সিনেমা তৈরির প্রস্তুতি নিয়েছিলেন। যার নাম ‘পশ্চিম থেকে পূর্ব’।

‘জেকে ১৯৭১’ তৈরি হয়েছে একটি সত্য ঘটনা অবলম্বনে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করার জন্য ফ্রান্সের অর্লি বিমানবন্দরে পাকিস্তান এয়ারলাইনসের একটি বিমান ছিনতাই করেছিলেন ফরাসি যুবক জ্যঁ কুয়ে। তাঁর সেই বীরত্বগাথা নিয়েই সিনেমার গল্প। তবে অমিত মল্লিক অভিযোগ করেছেন, এ ঘটনা অবলম্বনে আগেই সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন তিনি। ২০১৮ সালে কপিরাইট অফিসে নিবন্ধনও করেছিলেন। এরও আগে ২০১৭ সালের ৩০ ডিসেম্বর পরামর্শের জন্য সেই চিত্রনাট্য পাঠিয়েছিলেন নির্মাতা ফাখরুল আরেফীন খানকে। এরপরই গল্পটি হাতছাড়া হয়ে গেছে বলে অভিযোগ অমিতের।

শনিবার (১১ মার্চ) রাতে ফেসবুকে একটি নাতিদীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন অমিত মল্লিক। সঙ্গে যুক্ত করে দিয়েছেন তাঁর চিত্রনাট্যের কয়েক পাতা, কপিরাইটের সনদ ও ফাখরুলকে চিত্রনাট্য পাঠানোর ইমেইলের স্ক্রিনশট। অমিত মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি তখন একটা টিভি চ্যানেলে চাকরি করি।

অমিত মল্লিকঘোষণা দেওয়ার পর ছুট্টু ভাই ফাখরুলের কাছে গিয়েছিলেন। কিন্তু তিনি পুরোপুরি অস্বীকার করলেন। আমাদের সঙ্গে সাক্ষাৎ, চিত্রনাট্য নিয়ে আলোচনা—কিছু মনেই করতে পারছিলেন না!—অমিত মল্লিক শিল্পী ও নির্মাতা

ওই সময়ে শহীদুল ইসলাম ছুট্টু ভাই আমার কাছে গল্পটা নিয়ে আসেন। মনে হলো, এটা নিয়ে সিনেমা করা যেতে পারে। এরপর আমরা দুই বছর গবেষণা করেছি। একদিন ছুট্টু ভাই বললেন, ‘‘চলো, আমরা একটু ফাখরুলের সঙ্গে কথা বলি। ও টেকনিক্যাল বিষয়গুলো ভালো জানে।” এরপর আমরা উনার (ফাখরুল আরেফীন খান) অফিসে যাই, তিনি কিছু পরামর্শও দেন। তাঁর কথামতো তাঁকে চিত্রনাট্য পাঠাই।’

অমিত জানান, এরপর করোনা মহামারি এবং বাজেট সংকটের কারণে ‘পশ্চিম থেকে পূর্ব’ সিনেমার কাজ শুরু করতে পারেননি তিনি। কিন্তু এর মধ্যেই দেখলেন, ফাখরুল আরেফীন খান এ ঘটনা নিয়ে সিনেমা বানাচ্ছেন। অমিত বলেন, ‘তিনি ঘোষণা দেওয়ার পর ছুট্টু ভাই ফাখরুলের কাছে গিয়েছিলেন। কিন্তু তিনি পুরোপুরি অস্বীকার করলেন। আমাদের সঙ্গে সাক্ষাৎ, চিত্রনাট্য নিয়ে আলোচনা—কিছু মনেই করতে পারছিলেন না!’

ফাখরুল আরেফীন খান২০২০ সালে ঘোষণা দিয়ে সিনেমাটি বানিয়েছি। এ পর্যন্ত অনেকবার নিউজ হয়েছে। উনি এত দিন পর এসে কেন এমন অভিযোগ করলেন, সেটা বুঝতে পারছি না। উনার সঙ্গে আমার পরিচয়ও নেই।—ফাখরুল আরেফীন খান নির্মাতা ও প্রযোজক

অমিতের এই অভিযোগের বিষয়ে নির্মাতা ফাখরুল আরেফীন খান বলেন, ‘আমরা তো গোপনে বানাইনি। ২০২০ সালে ঘোষণা দিয়ে আমরা সিনেমাটি বানিয়েছি। এরপর সিনেমার মুক্তি পর্যন্ত অনেকবার নিউজ হয়েছে। সবাই জানে এ সিনেমা সম্পর্কে। উনি এত দিন পর এসে কেন এমন অভিযোগ করলেন, সেটা বুঝতে পারছি না। উনার সঙ্গে আমার পরিচয়ও নেই। উনি হয়তো কারও দ্বারা প্ররোচিত হয়ে এমন কাজ করেছেন। উনি বলছেন, আমার অফিসে তিনি এসেছেন। এমন তো অনেকেই আসেন। আমাকে স্ক্রিপ্ট দিয়ে যান, যেহেতু আমার একটা প্রযোজনা প্রতিষ্ঠান আছে। আজই প্রথম তাঁর পাঠানো সিনোপসিসটা আমি পড়লাম। এটা একটা ঐতিহাসিক প্লট। উনি হয়তো ভাবছেন, উনার পাঠানো গল্প নিয়ে আমরা সিনেমাটি বানিয়েছি। আসলে তা নয়। তাঁর গল্পের সঙ্গে আমার সিনেমার কোনো মিলই নেই। আমি তাঁকে অনুরোধ করব জেকে ১৯৭১ সিনেমাটি দেখার জন্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত