Ajker Patrika

পাটুরিয়া থেকে উদ্ধার নিখোঁজ দুই স্কুলছাত্রী

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১০: ৪৯
পাটুরিয়া থেকে উদ্ধার  নিখোঁজ দুই স্কুলছাত্রী

বরগুনার পাথরঘাটা থেকে নিখোঁজ দুই স্কুলছাত্রীকে রাজবাড়ির গোয়ালন্দ–পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১০টার দিকে উদ্ধার হওয়া শিক্ষার্থীদের পরিবারের কাছে হস্তান্তর করে পাথরঘাটা থানা-পুলিশ।

পুলিশ জানায়, দাদির ওপর অভিমান করে এক স্কুলছাত্রী তার বান্ধবীকে সঙ্গে নিয়ে গত সোমবার বাড়ি থেকে পালিয়ে যায়। সকালে স্কুলের কোচিংয়ে গিয়ে ওই দুই শিক্ষার্থী আর বাড়ি ফেরেনি। নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের অবস্থান জানতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে পুলিশ। প্রথমে গোপালগঞ্জ ও পরে রাজবাড়ির গোয়ালন্দ ঘাট এলাকায় তাদের অবস্থান জানা যায়। এরপর গোয়ালন্দ থানা-পুলিশের সহায়তায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে তাদের উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার সকালে ওই শিক্ষার্থীদের পাথরঘাটা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে গোয়ালন্দ থানা–পুলিশ।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, ‘রাজবাড়ি থেকে পুলিশের সহায়তায় দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই শিক্ষার্থী জানিয়েছে, তাদের কেউ অপহরণ করেনি বা নিয়ে যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত