Ajker Patrika

ইবির হলে হলে বরণ শিক্ষার্থীদের

ইবি প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৯: ১০
ইবির হলে হলে বরণ শিক্ষার্থীদের

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের মার্চে ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার পর একরকম নিস্তব্ধতার মধ্য দিয়ে দেড় বছর পার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের হলগুলোও।

দীর্ঘ ১৮ মাসের বেশি সময় পর গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়েছে। শনিবার সকাল দশটায় হলগুলো খুলে দেওয়া হয়। এরপর করোনাভাইরাসের এক ডোজ টিকা নেওয়ার সনদ দেখিয়ে হলে উঠছেন আবাসিক শিক্ষার্থীরা। তাদের বরণ করেছেন হলের আবাসিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে দীর্ঘদিন পরে দেখা হওয়ায় হলের শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে আলিঙ্গন করেন। ছবি তুলছেন একে অপরের সঙ্গে। আর ফুল শিক্ষার্থীদের বরণ করছেন সংশ্লিষ্ট হলের আবাসিক শিক্ষকরা। শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

সকালে বিভিন্ন হলে ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হলে প্রবেশ করছেন। হলের প্রধান ফটকে শিক্ষার্থীদের থেকে টিকা গ্রহণের সনদ ও হল কার্ড দেখে তাদের ছাত্রত্ব চিহ্নিত করছে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ। এরপর ফুল, মাস্ক ও চকলেট দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের এমন ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

শেখ রাসেল হলের শিক্ষার্থী মাহাদি হাসান বলেন, নির্দিষ্ট সময়ে হলগেটে এসে নিজের কাগজপত্র দেখিয়েছি। হল কর্তৃপক্ষ আমাদের ফুল ও মাস্ক দিয়ে বরণ করে নিয়েছেন। হলে ফিরতে পেরে অনেক ভালো লাগছে, এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক তপন কুমার জোদ্দার বলেন, আমরা শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের আগমন আমাদের অনেক আনন্দ দেয়। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাস শনাক্তের পর গত বছরের ১৮ মার্চ থেকে দেশের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মতো বন্ধ করে দেওয়া হলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলগুলোও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত