Ajker Patrika

হামলার ঘটনায় ইনু দুষলেন প্রশাসনকে

রংপুর প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৪: ১৪
হামলার ঘটনায় ইনু  দুষলেন প্রশাসনকে

পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলার ঘটনায় প্রশাসনকে দুষলেন সাংসদ হাসানুল হক ইনু। তিনি গতকাল মঙ্গলবার পীরগঞ্জের বড় করিমপুর মাঝিপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত হিন্দুদের বাড়িঘর পরিদর্শন করেন।

এ সময় সাবেক তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘হামলা ঠেকানোর দায়িত্বে থাকা প্রশাসন ব্যর্থ হলো কেন? প্রশাসন কি অদক্ষ না কি গাফিলতি আছে? প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা সাম্প্রদায়িক কর্মকর্তা ও কর্মচারীদের ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা আছে কি না তা সরকারকে তদন্ত করে দেখতে হবে। তা না হলে এই হামলার পুনরাবৃত্তি ঘটবে। ৩২ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা দেওয়া হলো, অথচ ৫০টিতে হামলা হলো। এর দায় প্রশাসনকে নিতে হবে।’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি বলেন, ‘যারা এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তারা দেশের ও সমাজের শত্রু। এদের দ্রুত বিচার আইনে তিন মাসের মধ্যে শাস্তি নিশ্চিত করা হোক। দৃশ্যমান শাস্তি হলে প্রতীয়মান হবে যে হামলাকারীরা রেহাই পায় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত