Ajker Patrika

বিনা মূল্যে সার ও বীজ পেল ৩৭০০ পরিবার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২৩: ১৯
বিনা মূল্যে সার ও বীজ পেল ৩৭০০ পরিবার

পাবনার ঈশ্বরদীতে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার তিন হাজার ৭০০ কৃষক পরিবারের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলার চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির অনুষ্ঠানের উদ্বোধন করেন। ঈশ্বরদী উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস এতে সভাপতিত্ব করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত