Ajker Patrika

দুয়ার খুলল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের

যশোর প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১০: ১৯
দুয়ার খুলল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের

প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার তিনতলা এ ভবনটি উদ্বোধন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

জেলা শহরের গাড়ি খানা রোডে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক এ কমপ্লেক্স।

এলজিইডি সূত্রে জানা গেছে, তিনতলা ভবনের নিচের দুই তলায় ১৮৪ স্কয়ার ফুটের ১২টি দোকান থাকবে। এ ছাড়া তৃতীয় তলায় অফিস কক্ষ, গ্রন্থাগার কাম জাদুঘর ও সম্মেলন কক্ষ থাকবে। তা ছাড়া ভবনের প্রবেশ মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হবে। এ জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ২ কোটি ৮১ লাখ ৪০ হাজার ৭৭৫ টাকা। চলতি বছরের শুরুতে এর কাজ শেষ হলেও যশোর মুক্ত দিবসে কমপ্লেক্সটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত