রংপুর প্রতিনিধি
আনারুল ইসলাম প্রায় পাঁচ বছর আগে মাদকের ব্যবসা ছেড়ে দেন। কিন্তু ছাড়লে কী হবে, এই ব্যবসা সংশ্লিষ্ট সিন্ডিকেট তাঁর পিছু ছাড়ছে না। আবার দলে ফেরাতে ছয়টি মাদক মামলায় তাঁকে জড়িয়ে দেওয়া হয়েছে।
আনারুল গতকাল রোববার দুপুরে রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন। তিনি নগরীর ভগিবালা পাড়া গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে আনারুল বলেন, ‘আমি ভালো হইতে চাই। কিন্তু কী করে ভালো হব? ইয়াবা-গাঁজাসহ মাদকের ব্যবসা না করেও একের পর এক মাদকের মামলায় জড়ানো হচ্ছে। তাদের কথা না শুনলে হুমকি-ধামকিসহ বাড়িতে ঢুকে হামলা করছে।’
আনারুল অভিযোগ করেন, ‘মাদক ব্যবসায়ীদের হোতা, গঙ্গাচড়া এলাকার বিকাশ চন্দ্র প্রায়ই আমার বাসায় এসে বলে, প্রয়োজনে টাকা নে তবু ইয়াবার ব্যবসা কর। আমি এতে রাজি না হওয়ায় আমাকে তারা ষড়যন্ত্রের জাল বিছিয়ে পুলিশ দিয়ে একের পর এক মাদক মামলায় আসামি করছে।’
আনারুল জানান, তিনি বর্তমানে নিজের ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত। তবু সিন্ডিকেটের কারণে বাসায় পরিবার-পরিজন নিয়ে শান্তিতে থাকতে পারছেন না। এ যাবৎ মোট ছয়টি মামলায় তাঁকে আসামি করা হয়েছে। এমনকি বাসায় ঢুকে তাঁর ছেলেকে মারধর করেছে।
সংবাদ সম্মেলনে আনারুলের স্ত্রী বলেন, ‘প্রথমে অভাবের তাড়নায় মাদকের ব্যবসা করতে গিয়ে ১০ মাস জেল খেটেছে আনারুল। এরপর সব ছেড়ে ভালো হয়ে যায় সে। কিন্তু কিছু মাদক ব্যবসায়ীর ষড়যন্ত্রে পুলিশকে দিয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে তারা আমার স্বামীর বিরুদ্ধে। নামের মিল থাকায় অন্যের মাদক মামলায় সে দ্বিতীয়বার জেল খেটেছে। সবশেষ এ বছরের ২২ মে বাসায় ঢুকে আমার স্বামী আনারুলকে ধরে নিয়ে ইয়াবা ও গাঁজার আরও একটি মামলা দেয়।’
আনারুল ও তাঁর স্ত্রী তাঁদের পরিবারকে মাদক ব্যবসায়ীদের কবল থেকে রক্ষার দাবি জানান।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিকাশ চন্দ্র বলেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন। আনারুলের সঙ্গে আমার সুসম্পর্ক ছিল। সে আমার কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নিয়েছিল। পরে টাকা চাইলে সে আর দিতে পারেনি। এখন আমার নামে মিথ্যা অভিযোগ এনেছে।’
আনারুল ইসলাম প্রায় পাঁচ বছর আগে মাদকের ব্যবসা ছেড়ে দেন। কিন্তু ছাড়লে কী হবে, এই ব্যবসা সংশ্লিষ্ট সিন্ডিকেট তাঁর পিছু ছাড়ছে না। আবার দলে ফেরাতে ছয়টি মাদক মামলায় তাঁকে জড়িয়ে দেওয়া হয়েছে।
আনারুল গতকাল রোববার দুপুরে রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন। তিনি নগরীর ভগিবালা পাড়া গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে আনারুল বলেন, ‘আমি ভালো হইতে চাই। কিন্তু কী করে ভালো হব? ইয়াবা-গাঁজাসহ মাদকের ব্যবসা না করেও একের পর এক মাদকের মামলায় জড়ানো হচ্ছে। তাদের কথা না শুনলে হুমকি-ধামকিসহ বাড়িতে ঢুকে হামলা করছে।’
আনারুল অভিযোগ করেন, ‘মাদক ব্যবসায়ীদের হোতা, গঙ্গাচড়া এলাকার বিকাশ চন্দ্র প্রায়ই আমার বাসায় এসে বলে, প্রয়োজনে টাকা নে তবু ইয়াবার ব্যবসা কর। আমি এতে রাজি না হওয়ায় আমাকে তারা ষড়যন্ত্রের জাল বিছিয়ে পুলিশ দিয়ে একের পর এক মাদক মামলায় আসামি করছে।’
আনারুল জানান, তিনি বর্তমানে নিজের ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত। তবু সিন্ডিকেটের কারণে বাসায় পরিবার-পরিজন নিয়ে শান্তিতে থাকতে পারছেন না। এ যাবৎ মোট ছয়টি মামলায় তাঁকে আসামি করা হয়েছে। এমনকি বাসায় ঢুকে তাঁর ছেলেকে মারধর করেছে।
সংবাদ সম্মেলনে আনারুলের স্ত্রী বলেন, ‘প্রথমে অভাবের তাড়নায় মাদকের ব্যবসা করতে গিয়ে ১০ মাস জেল খেটেছে আনারুল। এরপর সব ছেড়ে ভালো হয়ে যায় সে। কিন্তু কিছু মাদক ব্যবসায়ীর ষড়যন্ত্রে পুলিশকে দিয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে তারা আমার স্বামীর বিরুদ্ধে। নামের মিল থাকায় অন্যের মাদক মামলায় সে দ্বিতীয়বার জেল খেটেছে। সবশেষ এ বছরের ২২ মে বাসায় ঢুকে আমার স্বামী আনারুলকে ধরে নিয়ে ইয়াবা ও গাঁজার আরও একটি মামলা দেয়।’
আনারুল ও তাঁর স্ত্রী তাঁদের পরিবারকে মাদক ব্যবসায়ীদের কবল থেকে রক্ষার দাবি জানান।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিকাশ চন্দ্র বলেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন। আনারুলের সঙ্গে আমার সুসম্পর্ক ছিল। সে আমার কাছ থেকে ৭০ হাজার টাকা ধার নিয়েছিল। পরে টাকা চাইলে সে আর দিতে পারেনি। এখন আমার নামে মিথ্যা অভিযোগ এনেছে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫