Ajker Patrika

বঙ্গবন্ধুর জন্মদিনে টিভি আয়োজন

আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৫: ২১
বঙ্গবন্ধুর জন্মদিনে টিভি আয়োজন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোয় প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠানমালা। রয়েছে সিনেমা, নাটক, আলোচনা অনুষ্ঠান, তথ্যচিত্র, শিশুতোষ অনুষ্ঠানসহ নানা আয়োজন।

বিটিভি
বিটিভিতে সকাল সাড়ে ৯টায় প্রচার হবে সেলিম খান পরিচালিত, দীঘি ও শান্ত খান অভিনীত ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমাটি। টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে দুপুর সাড়ে বারোটায়। বেলা দেড়টায় প্রচার হবে বঙ্গবন্ধুর শিক্ষা ও তথ্য ভাবনা নিয়ে অনুষ্ঠান। ‘টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি’ প্রতিপাদ্যে সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে বেলা আড়াইটায়। শিশুদের বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠান প্রচার হবে ৫টা ১০ মিনিটে। রাত সাড়ে ৮টায় প্রচার হবে আলেখ্যানুষ্ঠান ‘এখানে আমার বঙ্গবন্ধু’। উপস্থাপনায় রোমানা মালিক মুনমুন। নূরুল হুদার উপস্থাপনায় স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান প্রচার হবে রাত সাড়ে নয়টায়। আবৃত্তি করবেন কবি আসাদ চৌধুরী, অসীম সাহা, রোকেয়া খাতুন রুবি প্রমুখ। ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনায় কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান ‘কবিতায় বঙ্গবন্ধু’ প্রচার হবে রাত ১০টা ৫০ মিনিটে। এ ছাড়া দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বঙ্গবন্ধুকে নিবেদন করে বিশেষ গান ফিলার হিসেবে প্রচার হবে। মাহবুবা ফেরদৌসের পরিকল্পনা ও প্রযোজনায় নির্মিত হয়েছে বিশেষ গান ‘সোনার বাংলাদেশ’। গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর-সংগীত করেছেন শওকত আলী ইমন। কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর, হৈমন্তী রক্ষিত, দিলশাদ নাহার কনা, রাজীব, সানিয়া সুলতানা লিজা, অপু আমান, পুলক, কোনাল ও কিশোর।

বৈশাখী টিভি
টিপু আলম মিলনের লেখা মুজিব আদর্শের নাটক ‘চেতনা’ । চিত্রনাট্য ও পরিচালনায় আকাশ রঞ্জন। প্রচার হবে আজ রাত ১০টায়। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তন্ময় সোহেল, আশরাফ কবির, অনামিকা, শরীফ প্রমুখ।

বাংলাভিশন
বিকেল ৫টায় বাংলাভিশনে প্রচার হবে ‘হৃদয়ের বাতিঘর বঙ্গবন্ধু’। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন মতিয়া চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

চ্যানেল আই
চ্যানেল আইতে ১৭ মার্চের অনুষ্ঠান শুরু হবে ‘গান দিয়ে শুরু’ প্রচারের মধ্য দিয়ে। অনুষ্ঠানটি স্টুডিও থেকে প্রচার হবে সকাল ৭টা ৩০ মিনিটে। অনুষ্ঠানে গাইবেন মৌমিতা, অনন্যা আচার্য ও ইমরান খন্দকার। পরিচালনায় মোস্তাফিজুর রহমান নান্টু। কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে দুপুর ১২টা ৫ মিনিটে প্রচার হবে ‘বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা’। শিশুদের আবৃত্তি এবং ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ নিয়ে অনুষ্ঠান ‘শিশুবন্ধু বঙ্গবন্ধু’ প্রচার হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। শাইখ সিরাজের নির্মাণে বিশেষ প্রামাণ্য প্রতিবেদন ‘মাটি ও মানুষের মহান নেতা’ রাত ৯টা ৪০ মিনিটে দেখানো হবে। প্রকৃতি ও জীবনের বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও প্রকৃতি’ প্রচার হবে রাত ১১টা ৩০ মিনিটে।  পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় মুকিত মজুমদার বাবু।

মাছরাঙা টেলিভিশন
সন্ধ্যা সাড়ে সাতটায় রয়েছে তথ্যচিত্র ‘টুঙ্গিপাড়ার খোকা’। রাত ৮টায় বিশেষ নাটিকা ‘ছোটদের বঙ্গবন্ধু’। রাত সাড়ে ১১টায় আবৃত্তি অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুকে নিবেদিত পঙ্‌ক্তিমালা’। প্রযোজনা স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত