Ajker Patrika

৬৫৩ ম্যাচ পর মেসি-নেইমার-রোনালদো

আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৫: ২৪
৬৫৩ ম্যাচ পর মেসি-নেইমার-রোনালদো

এবারের মৌসুমে সময়টা অম্লমধুর কাটছে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। লিগে শীর্ষে থাকলেও নিজেদের সেরা খেলাটা তারা খেলতে পারছে না। দলে যোগ দিয়ে লিওনেল মেসিও নিজের সেরাটা এখনো উপহার দিতে পারেননি। রোববার রাতেও নেইমার-এমবাপ্পের নৈপুণ্যে দারুণ শুরুর পর বিপদে পড়েছিল প্যারিসের পরাশক্তিরা। শেষ পর্যন্ত অবশ্য বিপদ আর বাড়েনি। বোর্দোর বিপক্ষে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এই ম্যাচে পিএসজির জয়ের অন্যতম নায়ক ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ২৬ ও ৪৩ মিনিটে তাঁর জোড়া গোলেই লিড নেয় পিএসজি। ম্যাচে দারুণ নৈপুণ্য দেখানোর পাশাপাশি ভিন্ন এক কারণেও আলোচনায় এসেছেন নেইমার। এদিন প্রথমবার লক্ষ্যভেদ করে জার্সি উঁচিয়ে এক বার্তায় গোল উৎসর্গ করেন বিমান দুর্ঘটনায় মারা যাওয়া ব্রাজিলিয়ান গায়িকা মারিলিয়া মেনদোন্সাকে। সেই বার্তায় তিনি লিখেন, ‘আমি সব সময় তোমার ভক্ত থেকে যাব হে দুঃখের রানি।’ গত শুক্রবার বিমান দুর্ঘটনায় মারা যান লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী এই গায়িকা। কষ্ট ও দুঃখ বোধের গান বেশি করতেন বলে মারিলিয়ার পরিচিতি ছিল ‘কষ্টের রানি’ হিসেবে। নেইমারও তাই সেই কথা উল্লেখ করে স্মরণ করলেন এই গায়িকাকে। এর আগে মারিলিয়ার মৃত্যুর সংবাদ শুনে ইনস্টাগ্রামে তাঁকে স্মরণ করেছিলেন নেইমার।

নেইমারের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান ৩-০ করেন এমবাপ্পে। ৭৮ মিনিটে এক গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দেয় বোর্দো। এরপর অতিরিক্ত সময়ে আরও এক গোল শোধ করে তারা। তবে শেষ পর্যন্ত ম্যাচে আর সমতা ফেরাতে পারেনি। জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

একই রাতে জয় পেয়েছে স্প্যানিশ লা লিগায় দারুণ ছন্দে থাকা রিয়াল মাদ্রিদ। ঘরের সান্তিয়াগো বার্নাব্যুতে রায়ো ভায়েকানোর বিপক্ষে টনি ক্রুস ও করিম বেনজেমার গোলে ম্যাচের ৩৮ মিনিটেই দুই গোলের লিড নেয় রিয়াল। দ্বিতীয়ার্ধে রাদামেল ফ্যালকাও ভায়েকানোর হয়ে ব্যবধান কমালেও ম্যাচে আর সমতা ফেরাতে পারেনি তারা। এ জয়ে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল লস ব্লাঙ্কোসরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত