Ajker Patrika

তালায় কুইজ প্রতিযোগিতা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৭: ০৩
তালায় কুইজ প্রতিযোগিতা

সাতক্ষীরার তালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় আমরা বন্ধু তালা উপজেলা টিমের উদ্যোগে ২১০ নম্বর তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার বিজয়ীরা হলেন, প্রথম স্থান অধিকারী শ্রাবন্তী সরকার, দ্বিতীয় স্থান অধিকারী সৌরভ এবং তৃতীয় স্থান অধিকারী সাধুরা ত্রিপুরা। প্রতিযোগিতার শেষে বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন আমরা বন্ধু ফাউন্ডেশনের আয়েশা আক্তার রলি, পুষ্পিতা সেন, সুরভী সাদিয়া লিমা, আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, মো. সামিউল ইসলাম, মুহিব ইসলাম, স্বাধীন দেবনাথ, আশিকুর রহমান মিরাজ, সরদার সাব্বির, সুমন ইসলাম প্রমুখ।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক জহুরা পারভীন বলেন, ছোট ছেলেমেয়েদের এই ইতিহাস ও বিষয়গুলো জানানোর যে উদ্যোগ তা আসলেই প্রশংসনীয়। আমরা বন্ধু ফাউন্ডেশনের সুন্দর সামাজিক কল্যাণমূলক কার্যক্রমসমূহের জন্য ধন্যবাদ জানাচ্ছি ও তাদের সফলতা কামনা করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত