Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

বিনোদন প্রতিবেদক
এ সপ্তাহের ওটিটি

ডোম (বাংলা সিরিজ)
অভিনয়: আমিনুল ইসলাম লিটন, তানহা তাসনিয়া।
দেখা যাবে: বঙ্গ বিডি
গল্প সংক্ষেপ: নায়িকা শায়লা চৌধুরীর ভক্ত ডোম লিটন। এক দিন প্রকাশ্যে গুলি করে খুন করা হয় নায়িকা শায়লাকে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে আসে ধর্ষণের পর খুন করা হয়েছে শায়লাকে।

চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট
অভিনয়: সানি দেওল, দুলকার সালমান।
দেখা যাবে: জি ফাইভ
গল্প সংক্ষেপ: মুম্বাইতে সিনেমার বাজে সমালোচনা করে এমন সমালোচকদের হত্যার মিশনে নামে এক সিরিয়াল কিলার। পুলিশের আইজি অরবিন্দ মাথুরের ওপর দায়িত্ব পড়ে খুনীকে খোঁজার।

হোস্টেল ডেজ (বাংলা সিরিজ)
অভিনয়: অনিন্দ্য সেনগুপ্ত, রোহন ভট্টাচার্য।
দেখা যাবে: হইচই
গল্প সংক্ষেপ: একদল বন্ধুর হোস্টেল দিনের নানা মজার ঘটনা আর টানাপোড়নের গল্প নিয়েই সিরিজ।

কানতারা (কন্নড় সিনেমা)
অভিনয়: ঋষভ শেঠি, কিশোর
দেখা যাবে: আমাজন প্রাইম 
গল্প সংক্ষেপ: ইতিমধ্যে ৪০০ কোটি রুপি আয় করা বহুল প্রশংসিত সিনেমা কানতারা। সরকার ঘোষিত একটি সংরক্ষিত বনাঞ্চল রক্ষার দায়িত্ব পড়ে বন কর্মকর্তা মুরালিধরের ওপর। তাঁর সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় শিবের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত