Ajker Patrika

১২ পরিচালক নিয়ে নতুন কমিটি বিএসবিওএর

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১: ১৭
১২ পরিচালক নিয়ে নতুন কমিটি বিএসবিওএর

বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশন (বিএসবিওএ)-এর দ্বিবার্ষিক-বার্ষিক নির্বাচনে ২০২২-২৩ মেয়াদের জন্য ১২ সদস্যের নতুন পরিচালনা কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এতে এ কে এম শামসুজ্জমান রাসেল চেয়ারম্যান, মোস্তাফিজুর রহমান প্রথম ভাইস-চেয়ারম্যান ও মো. নাছির উদ্দিন দ্বিতীয় ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন।

কমিটির নির্বাচিত অন্য পরিচালকেরা হলেন জসিম উদ্দীন ভূঁইয়া, এ এফ এম শওকত আহমেদ, খলিলুর রহমান (নাহিদ), সরওয়ার হোসেন সাগর, আসাদ খান, মোহাম্মদ দস্তগীর, মিল্লাত হোসেন (লিটন), নুর-উন-নবী (ইমরান) ও জহির উদ্দিন জুয়েল।

প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান তারেক কামাল, দুই সদস্য এস এম এনামুল হক ও আশীষ ভট্টাচার্য গত রোববার চূড়ান্ত এই ফল ঘোষণা করেন।

চট্টগ্রাম বন্দর জেটি বাদ দিয়ে বন্দর চ্যানেল ও বহির্নোঙরে জাহাজ থেকে আমদানি পণ্য খালাসের যাবতীয় কাজ সম্পন্ন হয় শিপ হ্যান্ডেলিং ও বার্থ অপারেটর প্রতিষ্ঠানের মাধ্যমে, যার পরিমাণ বছরে ৩ কোটি মেট্রিক টনেরও বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত