Ajker Patrika

তাবলিগ জামাতের ১৫ জনকে অচেতন করে লুট

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১১: ৫৪
তাবলিগ জামাতের ১৫ জনকে অচেতন করে লুট

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে তাবলিগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার ভোররাতে মহিপুর সদর ইউনিয়নের ইসুফপুর গ্রামের ফরাজী বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে।

এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকালে ঢাকা থেকে তাবলিগ জামাতের ১৫ সদস্য ওই মসজিদে ওঠেন। রাতের খাওয়া শেষে তারা কেউ আর ফজরের নামাজ পড়তে উঠতে পারেননি। তাদের ধারণা দুর্বৃত্তরা রাতের খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে তাদের সর্বস্ব লুটে নিয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত