Ajker Patrika

ভেজালবিরোধী অভিযানে জরিমানা, মালামাল জব্দ

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৬: ৪২
ভেজালবিরোধী অভিযানে  জরিমানা, মালামাল জব্দ

নগরীতে মবিল ও গ্রিজের কারখানায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এই অভিযান চালায় বলে গতকাল মঙ্গলবার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি) মো. সাজ্জাদ হোসেন জানিয়েছেন।

সাজ্জাদ হোসেন বলেন, গত সোমবার সন্ধ্যায় তাজহাট থানার সাজাপুরে অবস্থিত ‘হাবিবা গ্রিজ কর্নার’ কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কাগজপত্র যাচাই করে দেখা যায়, প্রতিষ্ঠানটির পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেই। ট্রেড লাইসেন্স হালনাগাদ করা হয়নি। এ ছাড়া গ্রিজ তৈরির কাঁচামাল সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি এবং নকল মোড়কে পণ্য তৈরি করা হচ্ছিল।

এসব অপরাধের দায়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক মোছা. হোসনে আরা বেগমকে ৭ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে আনুমানিক ৩০ হাজার টাকার মালামাল জব্দ ও ধ্বংসের নির্দেশ দেন।

অভিযানের সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন উপস্থিতি ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত