Ajker Patrika

আজ গুচ্ছের ‘গ’ ইউনিটের ভর্তিযুদ্ধ

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৫: ৪২
আজ গুচ্ছের ‘গ’ ইউনিটের ভর্তিযুদ্ধ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘গ’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা আজ সোমবার। আজ বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে থেকে জানা গেছে, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইবি কেন্দ্রে পরীক্ষা দেবেন ১ হাজার ৯৯ পরীক্ষার্থী। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আজ ‘গ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে গুচ্ছ ভর্তিযুদ্ধ শেষ হতে যাচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। পাশাপাশি জোরদার করা হয়েছে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘গুচ্ছ ভর্তি পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে নিতে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি কমিটি কাজ করছে। ‘ক’ ও ‘খ’ বিভাগের পরীক্ষাগুলো শতভাগ স্বচ্ছতা বজায় রেখে নেওয়া হয়েছে। আশা করি সবার সহযোগিতায় ‘গ’ ইউনিটের পরীক্ষাও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত