Ajker Patrika

বাড়ি থেকে বেরোতে দুর্ভোগ ঘুচল তাঁদের

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৫: ৫৯
বাড়ি থেকে বেরোতে দুর্ভোগ ঘুচল তাঁদের

মনিরামপুর উপজেলা ভূমি অফিসের ভবন জরাজীর্ণ বহু বছর। ছোট্ট একটি টিনের ঘরে চলে ভূমি অফিসের কাজ। এ অফিসের পেছনে পশ্চিম পাশে হরিহর নদীর ধারে বাস ১০টি পরিবারের। বিকল্প কোনো রাস্তা না থাকায় ভূমি অফিসের মধ্য দিয়ে যাতায়াত ছিল পরিবারগুলোর।

রাতদিন সব সময় খোলা থাকত ভূমি অফিসের ফটক। এতে নিরাপত্তাহীন ছিল অফিসটি। নতুন করে উপজেলা ভূমি অফিসের দোতলা ভবন হয়েছে। হয়েছে চারপাশে সীমানা প্রাচীর।

এদিকে ভূমি অফিসের সীমানা প্রাচীর হওয়ায় আটকা পড়েছে নদীপাড়ের পরিবারগুলো। তাঁদের কথা ভেবে অফিসের পেছনে সরকারি খাস জমি দখলমুক্ত করে পরিবারগুলোর চলাচলের রাস্তা করে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, ইউএনও সৈয়দ জাকির হাসান ও হরেকৃষ্ণ অধিকারী উপস্থিত থেকে রাস্তা চলাচলের জন্য উন্মুক্ত করে দেন।

আবুল বাসার নামে এক বাসিন্দা বলেন, চলাচলের স্থায়ী রাস্তা পেয়ে আমরা খুশি।

হরেকৃষ্ণ অধিকারী বলেন, অফিসের নিরাপত্তার জন্য চারপাশে প্রাচীর হয়েছে। অফিসের দক্ষিণ পাশে সরকারি খাসজমি দখল করে দোকান বসেছিল।

এর পেছনে ময়লার স্তূপ ছিল। দোকান উচ্ছেদ করে এবং ময়লা পরিষ্কার করে অফিসের পশ্চিম পাড়ের বাসিন্দাদের চলাচলের জন্য রাস্তা করে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত