Ajker Patrika

ইবির হলে ময়লার স্তূপ, দুর্গন্ধে দূর্ভোগ

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৫: ১৯
ইবির হলে ময়লার স্তূপ, দুর্গন্ধে দূর্ভোগ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ময়লা-আবর্জনায় ভরে গেছে। ময়লা-আবর্জনা দেখে বোঝার উপায় নেই এটা হলের বাগান না ময়লার ভাগাড়। শিক্ষার্থীদের অভিযোগ, বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হলেও জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেয়নি হল প্রশাসন।

গতকাল হলে গিয়ে দেখা গেছে, হলের বারান্দায়, রুমগুলোর সামনে, ডাইনিংয়ের চারপাশ ও বাথরুমগুলো অপরিষ্কার হয়ে আছে। যেখানে সেখানে ময়লা-আবর্জনা পড়ে আছে। সেগুলো থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। ওয়াশ রুমে লাগানো নতুন ট্যাপগুলো দিয়ে ঠিকমতো পানি বের হচ্ছে না।

হলটির আবাসিক শিক্ষার্থীরা জানান, হল প্রশাসন সিন্ডিকেট সভার নির্দেশনা না মানায় হলের এই দশা। টয়লেট থেকে শুরু করে দরজা, জানালা, ট্যাপগুলোর অবস্থা শোচনীয়। দীর্ঘ সময়ের পর হল খোলার পর আবাসিক শিক্ষার্থীরা তাঁদের রুমে জমে থাকা ময়লা আবর্জনা ও অপ্রয়োজনীয় জিনিসগুলো বের করে রুমের সামনের খোলা জায়গায় রেখে দিয়েছিলেন। কথা ছিল হলের পরিচ্ছন্ন কর্মীরা সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা করবেন। কিন্তু হল খোলার ১৭ দিন হলেও এখন পর্যন্ত কিছুই পরিষ্কার করা হয়নি। দুর্গন্ধে হলের পরিবেশ নষ্ট হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ৪ অক্টোবরের সিন্ডিকেট সভা ৯ অক্টোবর হল খোলার অনুমোদন দেয়। যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলা হয়েছে। সিন্ডিকেট সভায় নির্দেশনা দেওয়া হয় হলগুলো পরিষ্কার ও সংস্কার করে শিক্ষার্থীদের জন্য প্রস্তুত রাখার জন্য। সংস্কারের জন্য ইউজিসি থেকে বাজেটও দেওয়া হয়। কিন্তু শিক্ষার্থীদের জন্য হলগুলোকে শতভাগ প্রস্তুত না করেই খুলে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক মনজুরুল হক বলেন, ‘ঠিকাদারের সঙ্গে কথা বলে সবকিছু ঠিক করে দেওয়া হবে। শিক্ষার্থীদের একটু ধৈর্য ধরতে হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘ইউজিসি হল সংস্কারের জন্য বাজেট দিয়েছে। সেটা আমরা সবগুলো হলকে দিয়ে দিয়েছে। হলগুলো ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে যাবতীয় কাজ করে নেবে। ঠিকাদারি প্রতিষ্ঠান নয়ছয় করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হল প্রশাসনকে জানাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত