নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এইচএসসি পরীক্ষার কারণে গতকাল বৃহস্পতিবার থেকে রামপুরা ব্রিজের ওপর মানববন্ধনের ঘোষণা দিয়েছিল শিক্ষার্থীরা। কিন্তু পুলিশের বাধার কারণে তারা কর্মসূচি পালন করতে পারেনি। তবে বাধা এলেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
এদিকে রাজধানীর বিভিন্ন বাসে গতকাল হাফ ভাড়া দিয়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বিশেষ কোনো সমস্যা হয়নি বলে জানা গেছে।
মানববন্ধনে আসা দুই শিক্ষার্থী কানিজ ফাতেমা ও সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করার জন্য আসিনি, গাড়ির কাগজপত্র পরীক্ষা করার জন্য আসিনি। শান্তিপূর্ণ মানববন্ধনের জন্য দাঁড়িয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের ব্রিজের ওপর দাঁড়াতে দেয়নি।
আন্দোলনকারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও করেন তাঁরা।
পরে শিক্ষার্থীরা গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, মামলায় জড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁদের ঠিকানা ও ফোন নম্বরসহ সব তথ্য নিয়েছে। কানিজ ফাতেমা বলেন, ‘আমরা এখন যারা আন্দোলনে নামব তাদের নামে মামলা দেবে। এটা শুধুমাত্র আন্দোলন দমন করার জন্য। কিন্তু আন্দোলন করার জন্য, যদি আমাদের নামে মামলা দিয়ে জেলে দেয়, আমরা জেলে বসে আন্দোলন করব।’
এ বিষয়ে মতিঝিল জোনের রামপুরা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) নুরুল আমিন বলেন, ‘সরকার শিক্ষার্থীদের সব দাবি দাওয়া মেনে নিয়েছে। এখন বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা আসছে। এর মধ্য আবার বহিরাগত ও অছাত্র ঢুকেছে। পরিস্থিতি যেন ঘোলাটে না হয় তাই আমরা সতর্ক আছি। সাধারণ মানুষের চলাফেরা করার জন্য যতটুকু আইন প্রয়োগ করতে হয়, সেটা আমরা করব।’
পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা হাতিরঝিলের ভেতরে একত্রিত হয়ে দুপুর দেড়টার দিকে মিছিল নিয়ে ফের রামপুরা ট্রাফিক পুলিশ বক্সের উল্টো দিকে ব্রিজের ওপরে অবস্থান নেন। এ সময় তারা ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। তারা ৩০ মিনিট মানববন্ধন এবং নাঈম ও মাইনুদ্দিন নিহত হওয়ার ঘটনায় দুই মিনিট নীরবতা পালন করে।
হাফ ভাড়া নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরা
হাফ ভাড়া চালু হওয়ার প্রথম দিনে কিছু সমস্যা হলেও গতকাল রাজধানীর বেশির ভাগ বাসেই নিয়ম মেনেছেন পরিবহন শ্রমিকেরা। সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় বাসে শিক্ষার্থীদের চাপও ছিল বেশি। সব বাসেই হাফ ভাড়া নেওয়া হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। ইডেন কলেজের শিক্ষার্থী শারমিন নাহার আজকের পত্রিকাকে বলেন, প্রজাপতি পরিবহনে সকালে মোহাম্মদপুর থেকে মিরপুরে যান। তারা শিক্ষার্থী দেখে হাফ ভাড়াই রেখেছে। এ ছাড়া বাসে যতজন শিক্ষার্থী ছিল সবার কাছ থেকেই তারা হাফ ভাড়া রেখেছে। এটা নিয়ে আজ সমস্যায় পড়িনি। কিন্তু বারবার কার্ড দেখাতে হচ্ছিল।
সিটি কলেজের শিক্ষার্থী তাসনুভা জানান, ধানমন্ডি থেকে রজনীগন্ধায় উঠে মৎসভবন নেমেছি। হাফ ভাড়া নিয়েছে, কোনো ঝামেলা হয়নি। তেঁজগাও কলেজের শিক্ষার্থী রোকনুজ্জামান জানান, হাফ ভাড়া দিয়ে গতকাল যাতায়াত করেছেন।
হাফ ভাড়া নিতে পরিবহন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল এক ব্রিফিংয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্তটি বাস্তবায়ন করুন। কথা দিয়ে কথা রাখুন।
এইচএসসি পরীক্ষার কারণে গতকাল বৃহস্পতিবার থেকে রামপুরা ব্রিজের ওপর মানববন্ধনের ঘোষণা দিয়েছিল শিক্ষার্থীরা। কিন্তু পুলিশের বাধার কারণে তারা কর্মসূচি পালন করতে পারেনি। তবে বাধা এলেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
এদিকে রাজধানীর বিভিন্ন বাসে গতকাল হাফ ভাড়া দিয়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বিশেষ কোনো সমস্যা হয়নি বলে জানা গেছে।
মানববন্ধনে আসা দুই শিক্ষার্থী কানিজ ফাতেমা ও সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করার জন্য আসিনি, গাড়ির কাগজপত্র পরীক্ষা করার জন্য আসিনি। শান্তিপূর্ণ মানববন্ধনের জন্য দাঁড়িয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের ব্রিজের ওপর দাঁড়াতে দেয়নি।
আন্দোলনকারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও করেন তাঁরা।
পরে শিক্ষার্থীরা গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, মামলায় জড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁদের ঠিকানা ও ফোন নম্বরসহ সব তথ্য নিয়েছে। কানিজ ফাতেমা বলেন, ‘আমরা এখন যারা আন্দোলনে নামব তাদের নামে মামলা দেবে। এটা শুধুমাত্র আন্দোলন দমন করার জন্য। কিন্তু আন্দোলন করার জন্য, যদি আমাদের নামে মামলা দিয়ে জেলে দেয়, আমরা জেলে বসে আন্দোলন করব।’
এ বিষয়ে মতিঝিল জোনের রামপুরা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) নুরুল আমিন বলেন, ‘সরকার শিক্ষার্থীদের সব দাবি দাওয়া মেনে নিয়েছে। এখন বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা আসছে। এর মধ্য আবার বহিরাগত ও অছাত্র ঢুকেছে। পরিস্থিতি যেন ঘোলাটে না হয় তাই আমরা সতর্ক আছি। সাধারণ মানুষের চলাফেরা করার জন্য যতটুকু আইন প্রয়োগ করতে হয়, সেটা আমরা করব।’
পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা হাতিরঝিলের ভেতরে একত্রিত হয়ে দুপুর দেড়টার দিকে মিছিল নিয়ে ফের রামপুরা ট্রাফিক পুলিশ বক্সের উল্টো দিকে ব্রিজের ওপরে অবস্থান নেন। এ সময় তারা ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। তারা ৩০ মিনিট মানববন্ধন এবং নাঈম ও মাইনুদ্দিন নিহত হওয়ার ঘটনায় দুই মিনিট নীরবতা পালন করে।
হাফ ভাড়া নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরা
হাফ ভাড়া চালু হওয়ার প্রথম দিনে কিছু সমস্যা হলেও গতকাল রাজধানীর বেশির ভাগ বাসেই নিয়ম মেনেছেন পরিবহন শ্রমিকেরা। সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় বাসে শিক্ষার্থীদের চাপও ছিল বেশি। সব বাসেই হাফ ভাড়া নেওয়া হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। ইডেন কলেজের শিক্ষার্থী শারমিন নাহার আজকের পত্রিকাকে বলেন, প্রজাপতি পরিবহনে সকালে মোহাম্মদপুর থেকে মিরপুরে যান। তারা শিক্ষার্থী দেখে হাফ ভাড়াই রেখেছে। এ ছাড়া বাসে যতজন শিক্ষার্থী ছিল সবার কাছ থেকেই তারা হাফ ভাড়া রেখেছে। এটা নিয়ে আজ সমস্যায় পড়িনি। কিন্তু বারবার কার্ড দেখাতে হচ্ছিল।
সিটি কলেজের শিক্ষার্থী তাসনুভা জানান, ধানমন্ডি থেকে রজনীগন্ধায় উঠে মৎসভবন নেমেছি। হাফ ভাড়া নিয়েছে, কোনো ঝামেলা হয়নি। তেঁজগাও কলেজের শিক্ষার্থী রোকনুজ্জামান জানান, হাফ ভাড়া দিয়ে গতকাল যাতায়াত করেছেন।
হাফ ভাড়া নিতে পরিবহন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল এক ব্রিফিংয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্তটি বাস্তবায়ন করুন। কথা দিয়ে কথা রাখুন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫