Ajker Patrika

স্থলবন্দর পরিদর্শনে ভারতের কূটনীতিক

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৮: ৪৮
স্থলবন্দর পরিদর্শনে ভারতের কূটনীতিক

ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দর এলাকা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার বিনয় জর্জ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তিনি স্থলবন্দর এলাকায় পৌঁছান। তাঁর আগমন ঘিরে ফেনী-বিলোনিয়া সড়কে ব্যাপকসংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন ছিল।

ভারতের ডেপুটি হাইকমিশনার বিলোনিয়া শুল্ক স্টেশনে অবস্থান করেন। এ সময় তাঁকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধায় বিলোনিয়া স্থলবন্দরের বন্ধ থাকা নির্মাণকাজ ঘুরে দেখান বাংলাদেশি কর্মকর্তারা।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভারতীয় ডেপুটি হাইকমিশনার বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। সীমান্তের ওপারে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বেলা সাড়ে তিনটার দিকে তিনি বাংলাদেশে প্রবেশ করেন এবং ঢাকার উদ্দেশে রাওনা দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল পারভেজ, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত