মিনহাজ তুহিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা না দিয়ে ও জালিয়াতির মাধ্যমে দুজন উত্তীর্ণ হওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া উত্তীর্ণ শিক্ষার্থীরা বিভাগ পছন্দক্রম নির্বাচনে নানা রকম জটিলতায় পড়ছেন। এতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। একের পর এক অনিয়মের খবর এলেও ঘটনা তদন্তে গা-ছাড়া ভাব প্রশাসনের।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও আইন বিভাগের অধ্যাপক জাকির হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘এমসিকিউ পদ্ধতির ভর্তি পরীক্ষা পুরোপুরি জালিয়াতিমুক্ত নয়। এটা যে শুধু আমাদের এখানে ধরা পড়ছে তা নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধরা পড়ছে। একটা সংঘবদ্ধ জালিয়াতচক্র কাজটি করে যাচ্ছে। এসব বিষয়ে বিশদভাবে পরীক্ষা-নিরীক্ষা করা উচিত। এতে যাঁদের নাম এসেছে, তাঁদের নিয়ে আমাদের প্রক্টরিয়াল বডি, আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিতভাবে কাজ করা উচিত। আরও যদি কারও নাম এসে থাকে, তাঁদের ভর্তি বাতিল করা হোক। আর আমাদের সফটওয়্যারে দুর্বলতা আছে কি না, তাও দেখা দরকার।’
গত ২১ নভেম্বর আজকের পত্রিকার এক অনুসন্ধানে ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ না নিয়েও এক শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার খবর বেরিয়ে আসে। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত ডি-১ উপ-ইউনিটের পরীক্ষায় অংশ না নিয়ে ৪৯২৫৬১ ক্রমিকের শিক্ষার্থীর নাম উত্তীর্ণদের তালিকায় পাওয়া যায়। এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরের ক্রমিকধারী শিক্ষার্থীর ভুলকে দায়ী করেছে। এ ছাড়া ফলাফল তৈরির সময় কম্পিউটার রিডে রোল নম্বর ও অ্যাপ্লিকেশন নম্বর মিল না থাকলেও ধরা পড়েনি। আইটি বিশেষজ্ঞদের মতে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে আগে যুক্ত ছিলেন।
এমন একজন নাম প্রকাশ না করা শর্তে বলেন, ‘রোল নম্বর ও অ্যাপ্লিকেশন আইডি নম্বর যদি না মিলে, তাহলে কম্পিউটারে সেই ফরম রিজেক্ট হওয়ার কথা। এটা কীভাবে কম্পিউটার রিড করল ও পরিদর্শকের দায়িত্বে অবহেলা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।’ এ ঘটনার ১৩ দিন পেরিয়ে গেলেও কোনো তদন্ত কমিটি গঠন করেনি কর্তৃপক্ষ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে খবর আসে, চবির ডি-ইউনিটে জালিয়াতির মাধ্যমে দুজন উত্তীর্ণ হয়েছে। গত বুধবার জাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে উত্তীর্ণ হওয়া এক ভর্তি-ইচ্ছুককে আটক করার পর তাঁর জবানবন্দিতে এই তথ্য বেরিয়ে আসে। এ ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।
এদিকে নির্ধারিত সময়ের প্রায় ২০ ঘণ্টা পর ২৮ নভেম্বর রাতে শুরু হওয়া বিভাগ পছন্দক্রম নির্বাচনেও নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন বিভিন্ন ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা। উত্তীর্ণ না হয়েও কেউ কেউ বিভাগ পছন্দক্রম নির্বাচনের সুযোগ পেয়েছেন বলে অভিযোগ আছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করা শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষার হলে যাঁরা পরিদর্শক থাকেন, তাঁদের অবহেলার কারণে এসব অনিয়ম ও জালিয়াতির ঘটনা ঘটছে। তাঁরা যদি সঠিকভাবে সবকিছু যাচাই-বাছাই করে উত্তরপত্রে স্বাক্ষর করতেন তাহলে অনেক কিছুই ধরা পরে যেত। অধিকাংশ উত্তরপত্র বাতিল হওয়ার পেছনেও পরিদর্শকদের অবহেলা দায়ী।’
জানতে চাইলে ডি এবং ডি-১ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ‘এই বিষয়ে ইউনিট ও ভর্তি কমিটির সভা ডাকতে হবে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। একজন একটা অভিযোগ আনলে সেটা তো সত্য নাও হতে পারে। অন্য উদ্দেশ্যও থাকতে পারে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ‘ডি ইউনিটের বিষয়টা ইউনিটের সঙ্গে সংশ্লিষ্টরা যাচাই-বাছাই করে দেখবে। আর ডি-১ ইউনিটের বিষয়ে তদন্ত কমিটি করার চিন্তা-ভাবনা চলছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা না দিয়ে ও জালিয়াতির মাধ্যমে দুজন উত্তীর্ণ হওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া উত্তীর্ণ শিক্ষার্থীরা বিভাগ পছন্দক্রম নির্বাচনে নানা রকম জটিলতায় পড়ছেন। এতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। একের পর এক অনিয়মের খবর এলেও ঘটনা তদন্তে গা-ছাড়া ভাব প্রশাসনের।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও আইন বিভাগের অধ্যাপক জাকির হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘এমসিকিউ পদ্ধতির ভর্তি পরীক্ষা পুরোপুরি জালিয়াতিমুক্ত নয়। এটা যে শুধু আমাদের এখানে ধরা পড়ছে তা নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধরা পড়ছে। একটা সংঘবদ্ধ জালিয়াতচক্র কাজটি করে যাচ্ছে। এসব বিষয়ে বিশদভাবে পরীক্ষা-নিরীক্ষা করা উচিত। এতে যাঁদের নাম এসেছে, তাঁদের নিয়ে আমাদের প্রক্টরিয়াল বডি, আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিতভাবে কাজ করা উচিত। আরও যদি কারও নাম এসে থাকে, তাঁদের ভর্তি বাতিল করা হোক। আর আমাদের সফটওয়্যারে দুর্বলতা আছে কি না, তাও দেখা দরকার।’
গত ২১ নভেম্বর আজকের পত্রিকার এক অনুসন্ধানে ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ না নিয়েও এক শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার খবর বেরিয়ে আসে। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত ডি-১ উপ-ইউনিটের পরীক্ষায় অংশ না নিয়ে ৪৯২৫৬১ ক্রমিকের শিক্ষার্থীর নাম উত্তীর্ণদের তালিকায় পাওয়া যায়। এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরের ক্রমিকধারী শিক্ষার্থীর ভুলকে দায়ী করেছে। এ ছাড়া ফলাফল তৈরির সময় কম্পিউটার রিডে রোল নম্বর ও অ্যাপ্লিকেশন নম্বর মিল না থাকলেও ধরা পড়েনি। আইটি বিশেষজ্ঞদের মতে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে আগে যুক্ত ছিলেন।
এমন একজন নাম প্রকাশ না করা শর্তে বলেন, ‘রোল নম্বর ও অ্যাপ্লিকেশন আইডি নম্বর যদি না মিলে, তাহলে কম্পিউটারে সেই ফরম রিজেক্ট হওয়ার কথা। এটা কীভাবে কম্পিউটার রিড করল ও পরিদর্শকের দায়িত্বে অবহেলা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।’ এ ঘটনার ১৩ দিন পেরিয়ে গেলেও কোনো তদন্ত কমিটি গঠন করেনি কর্তৃপক্ষ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে খবর আসে, চবির ডি-ইউনিটে জালিয়াতির মাধ্যমে দুজন উত্তীর্ণ হয়েছে। গত বুধবার জাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে উত্তীর্ণ হওয়া এক ভর্তি-ইচ্ছুককে আটক করার পর তাঁর জবানবন্দিতে এই তথ্য বেরিয়ে আসে। এ ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।
এদিকে নির্ধারিত সময়ের প্রায় ২০ ঘণ্টা পর ২৮ নভেম্বর রাতে শুরু হওয়া বিভাগ পছন্দক্রম নির্বাচনেও নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন বিভিন্ন ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা। উত্তীর্ণ না হয়েও কেউ কেউ বিভাগ পছন্দক্রম নির্বাচনের সুযোগ পেয়েছেন বলে অভিযোগ আছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করা শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষার হলে যাঁরা পরিদর্শক থাকেন, তাঁদের অবহেলার কারণে এসব অনিয়ম ও জালিয়াতির ঘটনা ঘটছে। তাঁরা যদি সঠিকভাবে সবকিছু যাচাই-বাছাই করে উত্তরপত্রে স্বাক্ষর করতেন তাহলে অনেক কিছুই ধরা পরে যেত। অধিকাংশ উত্তরপত্র বাতিল হওয়ার পেছনেও পরিদর্শকদের অবহেলা দায়ী।’
জানতে চাইলে ডি এবং ডি-১ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ‘এই বিষয়ে ইউনিট ও ভর্তি কমিটির সভা ডাকতে হবে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। একজন একটা অভিযোগ আনলে সেটা তো সত্য নাও হতে পারে। অন্য উদ্দেশ্যও থাকতে পারে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ‘ডি ইউনিটের বিষয়টা ইউনিটের সঙ্গে সংশ্লিষ্টরা যাচাই-বাছাই করে দেখবে। আর ডি-১ ইউনিটের বিষয়ে তদন্ত কমিটি করার চিন্তা-ভাবনা চলছে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫