Ajker Patrika

শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

মুলাদী প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৩: ০৪
শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

মুলাদীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার কাজিরচর ইউনিয়নের দক্ষিণ কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান আনসারীর বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য ও সাবেক ইউপি সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল বারেক শিকদার।

এই ঘটনায় আব্দুল বারেক শিকদার ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে প্রধান শিক্ষক নূরুজ্জামান আনছারী অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেছেন।

আব্দুল বারেক শিকদার বলেন, ‘৬৬ নম্বর দক্ষিণ কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ ২০১৯ সালের ৩০ মার্চ শেষ হয়। প্রধান শিক্ষক নতুন কোনো কমিটি করেননি। পরবর্তীতে ২০১৯ সালের ৮ জুলাই মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনার (স্লিপ) ৪৪ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।’ তিনি বলেন, ‘২০২০ সালে বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য ১০ হাজার টাকা এবং আন্তরিকতার জন্য আড়াই হাজার টাকা বরাদ্দ হয়। বরাদ্দের টাকার কোনো কাজ কিংবা ক্রীড়া সামগ্রী ক্রয় না করেই প্রধান শিক্ষক আত্মসাৎ করেছেন। ২০২০ সালে স্লিপের ৪৪ হাজার টাকা এবং ২০২১ সালের স্লিপের ৫০ হাজার টাকা উত্তোলন করে প্রধান শিক্ষক নামমাত্র কাজ করে বেশির ভাগ টাকা আত্মসাৎ করেছেন।

বিদ্যালয়ের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জানান, প্রধান শিক্ষক স্বাক্ষর জাল করেছেন কি না বিষয়টি তাঁর জানা নেই।

প্রধান শিক্ষণ নূরুজ্জামান আনছারী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিদ্যালয়ের নামে দলিল করা জমি বিভিন্ন মানুষ দখল করে আছে। সেই জমি উদ্ধারের জন্য তিনি চেষ্টা করছেন। এতে একটি মহল ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ তুলে হয়রানির চেষ্টা করছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত