Ajker Patrika

ফেনীতে গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড

ফেনী প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৪
ফেনীতে গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড

‘গণিত ও বিজ্ঞান চৰ্চাই হোক এগিয়ে যাওয়ার অঙ্গীকার’ এই স্লোগানে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড। গত শুক্রবার সকালে ফেনী গার্লস হাইস্কুল মাঠে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা।

ফেনী সিটি গার্লস হাইস্কুল পরিচালনা পর্ষদের সভাপতি কে বি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, ফেনী পৌরসভার কাউন্সিলর হারুন অর রশিদ, খালেদ খান, সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সাবেক কাউন্সিলর আবুল কাশেম। স্বাগত বক্তব্য রাখেন ফেনী সিটি গার্লস হাইস্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এম মামুনুর রশিদ।

শিক্ষক খুরশিদ আলম মাহাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী সেন্ট্রাল পাবলিক স্কুলের উপাধ্যক্ষ জহির উদ্দিন বাবর, ছাত্রনেতা ইয়াসিন আরাফাত রাজুসহ অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিজয়ী ৮০ জন শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এতে ফেনীর ২০টি বিদ্যালয়ের ৪র্থ থেকে ৭ম শ্রেণি পড়ুয়া ৫ শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত