Ajker Patrika

৩ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৪: ২৬
৩ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

মানিকগঞ্জের হরিরামপুরে ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়ারি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলার বলড়া ইউনিয়নের সোলকুটিয়া বিল থেকে এগুলো জব্দ করেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে ২ হাজার মিটার চায়না দোয়ারি ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা। অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ চায়না দোয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত