Ajker Patrika

চবি ভর্তি পরীক্ষা শুরু কাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১১: ৪৯
চবি ভর্তি পরীক্ষা শুরু কাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামীকাল বুধবার শুরু। প্রথম দিন ‘বি’ ইউনিটের দুই শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পন্ন করেছে যাবতীয় প্রস্তুতি। পরীক্ষার সময় নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো ক্যাম্পাস। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ শতাধিক সদস্য সার্বক্ষণিক ক্যাম্পাসে থাকবে। পাশাপাশি ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের পরিবহনে থাকবে বিশেষ শাটল ট্রেন সার্ভিস।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধির বিষয় মাথায় রেখে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় এবার প্রতিটি ইউনিটের পরীক্ষা কয়েকটি শিফটে অনুষ্ঠিত হবে। প্রতিটি শিফটে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অংশ নেবেন। আসন বিন্যাস ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ফেসবুক পেজে দেওয়া হয়েছে৷ পরীক্ষার্থীরা নিজ নিজ আইডিতে লগইন করে আসন বিন্যাস দেখতে পারবেন।

বি ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বেন ৩৫ জন। এ ইউনিটের পরীক্ষা দুই দিনে তিন শিফটে অনুষ্ঠিত হবে। এর মধ্যে কাল দুই শিফটে ১৪ হাজার ২২৩ জন করে ভর্তি–ইচ্ছুক অংশ নেবেন। দ্বিতীয় দিন এক শিফটে অংশ নেবেন ১৪ হাজার ২২১ জন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে সুসম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাব, রেলওয়ে কর্তৃপক্ষ, হাটহাজারী উপজেলা প্রশাসন, পিডিবি, সড়ক ও জনপথ বিভাগ, ট্রাফিক বিভাগ এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব সংস্থার যৌথ সমন্বয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত