Ajker Patrika

পুঁজিবাজারের সূচক ফের ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১২: ২৩
পুঁজিবাজারের সূচক ফের ঊর্ধ্বমুখী

পুঁজিবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতার একদিন পরেই গতকাল সোমবার ফের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ওই দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। আগের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে ডিএসইর ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৬ হাজার ৯৪১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৫৯ পয়েন্টে অবস্থান করেছে এবং ডিএসই শরিয়াহ সূচক ১ হাজার ৪৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ওই দিন লেনদেন হওয়া কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১১৫ কোম্পানির এবং কমেছে ২২৭টি কোম্পানির। এ ছাড়া ৩১টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক বাড়তে দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত