Ajker Patrika

চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১০: ৩০
চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

মুন্সিগঞ্জ সদর উপজেলায় নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় পঞ্চসার ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা ও তাঁর স্ত্রী উম্মে সালমা ডালিয়াসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার মুন্সিগঞ্জ সদর থানায় মামলাটি রুজু হয়। তবে বিষয়টি গতকাল জানা যায়।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর ভোটগ্রহণের দিন মামলায় অভিযুক্তরা নিহত রিয়াজুল শেখের বাড়িতে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় বাধা দিলে অভিযুক্তরা আঘাত করে রিয়াজুল শেখকে মারাত্মক জখম করে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার বাদী আলী সিদ্দিকের অভিযোগের ভিত্তিতে গত ১ ডিসেম্বর মামলা রুজু করতে সদর থানার ওসিকে আদেশ দেন সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ক্ষমতাপ্রাপ্ত) আরফাতুল রাকিব। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে মামলা অগ্রগতির প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ মোতাবেক গত বৃহস্পতিবার থানায়মামলা রুজু করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত