Ajker Patrika

একাদশ ও দ্বাদশ শ্রেণির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

পপেল চন্দ্র সাহা
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১০: ২৫
একাদশ ও দ্বাদশ শ্রেণির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

২০২২ সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা থেকে একটি ‘নমুনা সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

উদ্দীপক: নরসিংদী জেলা কলা ও লটকনের জন্য বিখ্যাত। এখানকার অধিকাংশ কৃষক কলা ও লটকন চাষ করে জীবিকা নির্বাহ করছেন। ফলে এখানে কলা ও লটকন বাগান ব্যাপক হারে গড়ে উঠছে। কিন্তু লটকনের বর্তমান বাজারমূল্য প্রতিবছর ওঠানামার কারণে চাষিরা লটকন চাষের চেয়ে কলা চাষের প্রতি বেশি ঝুঁকে পড়ছেন। লটকন ব্যবসায়ীরা এতে প্রত্যাশিত লাভ করতে পারছেন না।

(ক) দেশীয় ঐতিহ্য কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে? ১

(খ) সামাজিক পরিবেশ ব্যবসায়ের জন্য গুরুত্বপূর্ণ কেন? ২

(গ) উদ্দীপকে কোন পরিবেশের উপাদান বিদ্যমান রয়েছে? ব্যাখ্যা করো। ৩

(ঘ) উদ্দীপকে কৃষকদের লটকন চাষ বাদ দিয়ে কলা চাষের প্রতি আকৃষ্ট হওয়া কি সমর্থনযোগ্য? যুক্তিসহ বিশ্লেষণ করো। ৪

প্রশ্নের সমাধান

ক-অংশের উত্তর

দেশীয় ঐতিহ্য সামাজিক পরিবেশের মধ্যে পড়ে।

খ - অংশের উত্তর

কোনো সমাজের বা জাতির মানুষের সংখ্যা তাদের ধর্ম,

ধারণা, রীতিনীতি, শিক্ষা-সংস্কৃতির মধ্য দিয়ে যে পরিবেশের জন্মলাভ ঘটে তাকে সামাজিক

পরিবেশ বলে।

ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজবদ্ধ মানুষের চাহিদা বা প্রত্যাশা পূরণের জন্য ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠে। যে সমাজে মানুষের সংখ্যা খুবই কম, ভোক্তাদের ক্রয়প্রবণতা সীমিত, রুচিবোধ নিম্নমানের, সেখানে ব্যবসায়ের প্রসার লাভ ঘটে না। তাই উন্নতমানের সামাজিক পরিবেশ ব্যবসায়ের জন্য গুরুত্বপূর্ণ।

গ - অংশের উত্তর

উদ্দীপকে প্রাকৃতিক পরিবেশের উপাদান বিদ্যমান রয়েছে।

মৃত্তিকা, নদী, সাগর, আবহাওয়া, ভৌগোলিক অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে, তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।

উদ্দীপকে দেখা যায় নরসিংদী জেলা কলা ও লটকনের জন্য বিখ্যাত। যার ফলে চাষিরা ব্যাপকহারে কলা ও লটকনের চাষ করেন। নরসিংদীর মৃত্তিকা, আবহাওয়া ইত্যাদি কলা ও লটকন চাষের উপযোগী হওয়ায় এখানে কলা ও লটকন ভালো হয়। মৃত্তিকা ও আবহাওয়া প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাই বলা যায় যে উদ্দীপকে প্রাকৃতিক পরিবেশের উপাদান বিদ্যমান রয়েছে।

ঘ - অংশের উত্তর

উদ্দীপকে কৃষকদের লটকন চাষ বাদ দিয়ে কলা চাষের প্রতি আকৃষ্ট হওয়া অবশ্যই সমর্থনযোগ্য এবং তা যৌক্তিক।

উদ্দীপকে দেখা যাচ্ছে কৃষকেরা লটকন চাষ বাদ দিয়ে কলার চাষ করছেন। কেননা লটকনের বাজার এখন অস্থিতিশীল। বাজারমূল্য ওঠানামা করে। কখনো লটকনের দাম বৃদ্ধি পাচ্ছে, কখনো হ্রাস পাচ্ছে। এসব কারণে কৃষকেরা লটকনের চাষ বাদ দিয়ে কলার চাষ করছেন। তবে নরসিংদী জেলায় উভয় ফলই ভালো জন্মায়।

পরিবেশ অনুকূলে থাকায় লটকন ও কলার চাষ নরসিংদী জেলায় লাভজনক কিন্তু যেহেতু লটকনের বাজারমূল্য অস্থিতিশীল, তাই উদ্দীপকের কৃষকেরা লটকন বাদ দিয়ে কলার চাষ

করছেন এবং তা যৌক্তিক। এতে কৃষকেরা মুনাফা অর্জন করতে পারবেন। কোনো ঝুঁকির সম্মুখীন হতে হবে না।

অতএব আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে কৃষকদের লটকনের চাষ বাদ দিয়ে কলা চাষের প্রতি আকৃষ্ট হওয়া যৌক্তিক। কেননা লটকনের বাজারমূল্য অস্থিতিশীল। আর কৃষকেরা এ জন্য কোনো ঝুঁকি নিতে চান না।

লেখক: পপেল চন্দ্র সাহা

সহকারী অধ্যাপক

আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত