পপেল চন্দ্র সাহা
২০২২ সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা থেকে একটি ‘নমুনা সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
উদ্দীপক: নরসিংদী জেলা কলা ও লটকনের জন্য বিখ্যাত। এখানকার অধিকাংশ কৃষক কলা ও লটকন চাষ করে জীবিকা নির্বাহ করছেন। ফলে এখানে কলা ও লটকন বাগান ব্যাপক হারে গড়ে উঠছে। কিন্তু লটকনের বর্তমান বাজারমূল্য প্রতিবছর ওঠানামার কারণে চাষিরা লটকন চাষের চেয়ে কলা চাষের প্রতি বেশি ঝুঁকে পড়ছেন। লটকন ব্যবসায়ীরা এতে প্রত্যাশিত লাভ করতে পারছেন না।
(ক) দেশীয় ঐতিহ্য কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে? ১
(খ) সামাজিক পরিবেশ ব্যবসায়ের জন্য গুরুত্বপূর্ণ কেন? ২
(গ) উদ্দীপকে কোন পরিবেশের উপাদান বিদ্যমান রয়েছে? ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্দীপকে কৃষকদের লটকন চাষ বাদ দিয়ে কলা চাষের প্রতি আকৃষ্ট হওয়া কি সমর্থনযোগ্য? যুক্তিসহ বিশ্লেষণ করো। ৪
প্রশ্নের সমাধান
ক-অংশের উত্তর
দেশীয় ঐতিহ্য সামাজিক পরিবেশের মধ্যে পড়ে।
খ - অংশের উত্তর
কোনো সমাজের বা জাতির মানুষের সংখ্যা তাদের ধর্ম,
ধারণা, রীতিনীতি, শিক্ষা-সংস্কৃতির মধ্য দিয়ে যে পরিবেশের জন্মলাভ ঘটে তাকে সামাজিক
পরিবেশ বলে।
ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজবদ্ধ মানুষের চাহিদা বা প্রত্যাশা পূরণের জন্য ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠে। যে সমাজে মানুষের সংখ্যা খুবই কম, ভোক্তাদের ক্রয়প্রবণতা সীমিত, রুচিবোধ নিম্নমানের, সেখানে ব্যবসায়ের প্রসার লাভ ঘটে না। তাই উন্নতমানের সামাজিক পরিবেশ ব্যবসায়ের জন্য গুরুত্বপূর্ণ।
গ - অংশের উত্তর
উদ্দীপকে প্রাকৃতিক পরিবেশের উপাদান বিদ্যমান রয়েছে।
মৃত্তিকা, নদী, সাগর, আবহাওয়া, ভৌগোলিক অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে, তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।
উদ্দীপকে দেখা যায় নরসিংদী জেলা কলা ও লটকনের জন্য বিখ্যাত। যার ফলে চাষিরা ব্যাপকহারে কলা ও লটকনের চাষ করেন। নরসিংদীর মৃত্তিকা, আবহাওয়া ইত্যাদি কলা ও লটকন চাষের উপযোগী হওয়ায় এখানে কলা ও লটকন ভালো হয়। মৃত্তিকা ও আবহাওয়া প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাই বলা যায় যে উদ্দীপকে প্রাকৃতিক পরিবেশের উপাদান বিদ্যমান রয়েছে।
ঘ - অংশের উত্তর
উদ্দীপকে কৃষকদের লটকন চাষ বাদ দিয়ে কলা চাষের প্রতি আকৃষ্ট হওয়া অবশ্যই সমর্থনযোগ্য এবং তা যৌক্তিক।
উদ্দীপকে দেখা যাচ্ছে কৃষকেরা লটকন চাষ বাদ দিয়ে কলার চাষ করছেন। কেননা লটকনের বাজার এখন অস্থিতিশীল। বাজারমূল্য ওঠানামা করে। কখনো লটকনের দাম বৃদ্ধি পাচ্ছে, কখনো হ্রাস পাচ্ছে। এসব কারণে কৃষকেরা লটকনের চাষ বাদ দিয়ে কলার চাষ করছেন। তবে নরসিংদী জেলায় উভয় ফলই ভালো জন্মায়।
পরিবেশ অনুকূলে থাকায় লটকন ও কলার চাষ নরসিংদী জেলায় লাভজনক কিন্তু যেহেতু লটকনের বাজারমূল্য অস্থিতিশীল, তাই উদ্দীপকের কৃষকেরা লটকন বাদ দিয়ে কলার চাষ
করছেন এবং তা যৌক্তিক। এতে কৃষকেরা মুনাফা অর্জন করতে পারবেন। কোনো ঝুঁকির সম্মুখীন হতে হবে না।
অতএব আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে কৃষকদের লটকনের চাষ বাদ দিয়ে কলা চাষের প্রতি আকৃষ্ট হওয়া যৌক্তিক। কেননা লটকনের বাজারমূল্য অস্থিতিশীল। আর কৃষকেরা এ জন্য কোনো ঝুঁকি নিতে চান না।
লেখক: পপেল চন্দ্র সাহা
সহকারী অধ্যাপক
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী।
২০২২ সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা থেকে একটি ‘নমুনা সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
উদ্দীপক: নরসিংদী জেলা কলা ও লটকনের জন্য বিখ্যাত। এখানকার অধিকাংশ কৃষক কলা ও লটকন চাষ করে জীবিকা নির্বাহ করছেন। ফলে এখানে কলা ও লটকন বাগান ব্যাপক হারে গড়ে উঠছে। কিন্তু লটকনের বর্তমান বাজারমূল্য প্রতিবছর ওঠানামার কারণে চাষিরা লটকন চাষের চেয়ে কলা চাষের প্রতি বেশি ঝুঁকে পড়ছেন। লটকন ব্যবসায়ীরা এতে প্রত্যাশিত লাভ করতে পারছেন না।
(ক) দেশীয় ঐতিহ্য কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে? ১
(খ) সামাজিক পরিবেশ ব্যবসায়ের জন্য গুরুত্বপূর্ণ কেন? ২
(গ) উদ্দীপকে কোন পরিবেশের উপাদান বিদ্যমান রয়েছে? ব্যাখ্যা করো। ৩
(ঘ) উদ্দীপকে কৃষকদের লটকন চাষ বাদ দিয়ে কলা চাষের প্রতি আকৃষ্ট হওয়া কি সমর্থনযোগ্য? যুক্তিসহ বিশ্লেষণ করো। ৪
প্রশ্নের সমাধান
ক-অংশের উত্তর
দেশীয় ঐতিহ্য সামাজিক পরিবেশের মধ্যে পড়ে।
খ - অংশের উত্তর
কোনো সমাজের বা জাতির মানুষের সংখ্যা তাদের ধর্ম,
ধারণা, রীতিনীতি, শিক্ষা-সংস্কৃতির মধ্য দিয়ে যে পরিবেশের জন্মলাভ ঘটে তাকে সামাজিক
পরিবেশ বলে।
ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজবদ্ধ মানুষের চাহিদা বা প্রত্যাশা পূরণের জন্য ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠে। যে সমাজে মানুষের সংখ্যা খুবই কম, ভোক্তাদের ক্রয়প্রবণতা সীমিত, রুচিবোধ নিম্নমানের, সেখানে ব্যবসায়ের প্রসার লাভ ঘটে না। তাই উন্নতমানের সামাজিক পরিবেশ ব্যবসায়ের জন্য গুরুত্বপূর্ণ।
গ - অংশের উত্তর
উদ্দীপকে প্রাকৃতিক পরিবেশের উপাদান বিদ্যমান রয়েছে।
মৃত্তিকা, নদী, সাগর, আবহাওয়া, ভৌগোলিক অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে, তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।
উদ্দীপকে দেখা যায় নরসিংদী জেলা কলা ও লটকনের জন্য বিখ্যাত। যার ফলে চাষিরা ব্যাপকহারে কলা ও লটকনের চাষ করেন। নরসিংদীর মৃত্তিকা, আবহাওয়া ইত্যাদি কলা ও লটকন চাষের উপযোগী হওয়ায় এখানে কলা ও লটকন ভালো হয়। মৃত্তিকা ও আবহাওয়া প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাই বলা যায় যে উদ্দীপকে প্রাকৃতিক পরিবেশের উপাদান বিদ্যমান রয়েছে।
ঘ - অংশের উত্তর
উদ্দীপকে কৃষকদের লটকন চাষ বাদ দিয়ে কলা চাষের প্রতি আকৃষ্ট হওয়া অবশ্যই সমর্থনযোগ্য এবং তা যৌক্তিক।
উদ্দীপকে দেখা যাচ্ছে কৃষকেরা লটকন চাষ বাদ দিয়ে কলার চাষ করছেন। কেননা লটকনের বাজার এখন অস্থিতিশীল। বাজারমূল্য ওঠানামা করে। কখনো লটকনের দাম বৃদ্ধি পাচ্ছে, কখনো হ্রাস পাচ্ছে। এসব কারণে কৃষকেরা লটকনের চাষ বাদ দিয়ে কলার চাষ করছেন। তবে নরসিংদী জেলায় উভয় ফলই ভালো জন্মায়।
পরিবেশ অনুকূলে থাকায় লটকন ও কলার চাষ নরসিংদী জেলায় লাভজনক কিন্তু যেহেতু লটকনের বাজারমূল্য অস্থিতিশীল, তাই উদ্দীপকের কৃষকেরা লটকন বাদ দিয়ে কলার চাষ
করছেন এবং তা যৌক্তিক। এতে কৃষকেরা মুনাফা অর্জন করতে পারবেন। কোনো ঝুঁকির সম্মুখীন হতে হবে না।
অতএব আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে কৃষকদের লটকনের চাষ বাদ দিয়ে কলা চাষের প্রতি আকৃষ্ট হওয়া যৌক্তিক। কেননা লটকনের বাজারমূল্য অস্থিতিশীল। আর কৃষকেরা এ জন্য কোনো ঝুঁকি নিতে চান না।
লেখক: পপেল চন্দ্র সাহা
সহকারী অধ্যাপক
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫