Ajker Patrika

বিএসবিআরএর এজিএম অনুষ্ঠিত

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২: ১১
বিএসবিআরএর এজিএম অনুষ্ঠিত

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)-এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভাটিয়ারির বানুরবাজারস্থ সংগঠনের নবনির্মিত ট্রেনিং ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে গতকাল শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়। সভায় কার্যনির্বাহী কমিটির ২০২০-২১ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন, অডিট রিপোর্ট ও হিসাব বিবরণী অনুমোদন করা হয়। একই সঙ্গে অ্যাসোসিয়েশনের ২০২১-২২ অর্থবছরের জন্য নতুন অডিটর নিয়োগ এবং তাঁদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়।

সভায় বক্তারা জাহাজভাঙা এবং পুনঃ প্রক্রিয়াকরণ শিল্পের নানা সমস্যা তুলে ধরেন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জসমূহ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন। বিএসবিআরএর সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে সভায় সংগঠনের সাবেক সভাপতি সুফি মিজানুর রহমান, জ্যেষ্ঠ সদস্য শওকত আলী চৌধুরী, সহসভাপতি কামাল উদ্দীন আহমেদ, এস এম আল মামুন ও জহিরুল ইসলাম রিংকু, নির্বাহী সদস্য মাস্টার আবুল কাশেম, মোহাম্মদ লোকমানসহ নতুন কার্যনির্বাহী কমিটির বেশির ভাগ সদস্য উপস্থিত ছিলেন। পরে বিএসবিআরএর উদ্যোগে স্থাপিত প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এর আগে, সম্প্রতি বিএসবিআরএ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে এবারও সভাপতি নির্বাচিত হয়েছেন আগের সভাপতি মো. আবু তাহের। ৯ সদস্যের এই কমিটিতে প্রথম সহসভাপতি করা হয়েছে কামাল উদ্দীন আহমেদকে। —বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত