Ajker Patrika

এক ব্যক্তির যাবজ্জীবন দণ্ড

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৭: ৩৩
এক ব্যক্তির যাবজ্জীবন দণ্ড

রংপুরে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তাঁর নাম মোস্তাফিজার রহমান রতন। পাশাপাশি তাঁকে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। রতন পলাতক রয়েছেন।

রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এম আলী আহমেদ গত বুধবার বিকেলে এ রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, মোস্তাফিজার রহমান রতন ২০০৫ সালের ১৩ জুন রংপুরের পীরগঞ্জ উপজেলার ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ১৬ জুন পীরগঞ্জ থানায় মামলা করা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

দীর্ঘ শুনানির পর সাক্ষ্য-প্রমাণ শেষে বুধবার বিকেলে রায় ঘোষণা করেন বিচারক। এতে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে আসামিকে।

রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি (পিপি) তাজেবুর রহমান লাইজু ও আসামিপক্ষে আইনজীবী আবদুল হক প্রামাণিক মামলাটি পরিচালনা করেন।

পিপি তাজেবুর রহমান লাইজু বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক রায় ঘোষণা করেছেন। আসামি মোস্তাফিজার রহমান রতন জামিনে থাকা অবস্থায় পলাতক হয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত