Ajker Patrika

তারিন যখন সুপার ভাবি

আপডেট : ২৯ জুন ২০২২, ০৯: ২২
তারিন যখন সুপার ভাবি

‘সুপার ভাবি’ হিসেবেই এলাকাজুড়ে তার পরিচিতি। হরেক সমস্যা নিয়ে লোকে আসে তার কাছে। কারও হয়তো কোনো জিনিস খোয়া গেছে বা কোনো বিপদে পড়েছে কেউ—ডাক পড়বে তার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মাঝেমধ্যে স্থানীয় থানাও তার শরণাপন্ন হয় বিভিন্ন মামলার তদন্তে সহযোগিতার জন্য।

এমন চরিত্র হয়ে ছয় দিন ধরে উত্তরায় শুটিং করছেন তারিন জাহান। তাঁকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ৭ পর্বের ধারাবাহিক নাটক। নাম ‘সুপার ভাবি’। তারিন বলেন, ‘সুপার ভাবি এমন এক মানবিক মানুষ, যিনি পরিবারের পাশাপাশি সমাজের আর দশজনকে নিয়েও চিন্তা করেন। আশপাশের মানুষের সমস্যা সমাধানে এগিয়ে যান কোনো স্বার্থের কথা চিন্তা না করে। একপর্যায়ে তিনি সেলিব্রিটি হয়ে ওঠেন।’ এ ধারাবাহিকে তারিনের স্বামীর চরিত্রে অভিনয় করছেন সাজু খাদেম। আরও আছেন সুষমা সরকার, সজল, সায়রা, নাফিজ প্রমুখ।

‘সুপার ভাবি’ ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মহিউদ্দিন আহমেদ। পরিচালনায় আছেন গোলাম সোহরাব দোদুল। নির্মাতা জানিয়েছেন, আগামী ১ জুলাই পর্যন্ত নাটকটির শুটিং চলবে। ঈদে এটি প্রচারিত হবে দীপ্ত টিভিতে। পরবর্তী সময়ে ‘ঝাক্কাস’ ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে ‘সুপার ভাবি’।

ঈদে সোহেল হাসানের ‘উত্তরাধিকার’ নাটকেও দেখা যাবে তারিনকে। এ ছাড়া তিনি সম্প্রতি মানিক মানবিকের পরিচালনায় একটি তেলের বিজ্ঞাপনে কাজ করেছেন। সেটিও প্রচারিত হবে ঈদে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত