চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডার) মাশুল বৃদ্ধির প্রতিবাদে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন এবং বিকডার মধ্যে চিঠি চালাচালি চলছে। এ পর্যন্ত ৮ বার চিঠি চালাচালি হয়েছে তিন প্রতিষ্ঠানের মধ্যে।
গত ৮ অক্টোবর পাঁচ ধরনের সেবার ওপর ২৩ শতাংশ মাশুল বৃদ্ধি করে বিকডা, যা ৪ অক্টোবর থেকে কার্যকর বলে সার্কুলার দেয় সংগঠনটি। এ নিয়ে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এবং বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে মতানৈক্য দেখা দেয় ডিপো মালিকদের। শুরু হয় চিঠি চালাচালি।
বিকডার মাশুল বাড়ানো অযৌক্তিক ও নিয়ম-বহির্ভূত জানিয়ে ১০ নভেম্বর বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম একটি চিঠি দেন। এতে মাশুল বাড়ানোর ফলে পোশাকশিল্পে নানা সমস্যা পড়বে বলে উল্লেখ করা হয়। সেই সঙ্গে মাশুল না বাড়াতে বিকডার প্রতি অনুরোধ জানান তিনি। এ চিঠির পরিপ্রেক্ষিতে বিকডা থেকে তিন পৃষ্ঠার ব্যাখ্যা প্রদান করা হয়। এর পর অযৌক্তিক বর্ধিত মাশুল বন্ধ করার জন্য গত বুধবার বিকডাকে আবার চিঠি দেয় বিজিএমইএ। এতে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক ট্যারিফ কমিটির অনুমোদন না হওয়া পর্যন্ত বর্ধিত মাশুল স্থগিত রাখার আহ্বান জানানো হয়।
একই দিনে মাশুল বৃদ্ধি অযৌক্তিক জানিয়ে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও বিকডাকে চিঠি দেওয়া হয়েছে। এক তরফাভাবে মাশুল বাড়ানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এতে। বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব মো. রুহুল আমিন সিকদার জানান, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের একটি চিঠি পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বিজিএমইএর মতো তাদেরও চিঠি দেওয়া হয়েছে।
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইয়েদ মো. আরিফ বলেন, ‘বিকডা কোনো পক্ষের সঙ্গে আলাপ না করেই হঠাৎ ২৩ শতাংশ মাশুল বৃদ্ধি করে। আমাদের সঙ্গে বিভিন্ন ডিপোর চুক্তি আছে। মাশুল বাড়াতে হলে মন্ত্রণালয় থেকে তা অনুমোদিত হতে হবে।
চট্টগ্রামের বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডার) মাশুল বৃদ্ধির প্রতিবাদে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন এবং বিকডার মধ্যে চিঠি চালাচালি চলছে। এ পর্যন্ত ৮ বার চিঠি চালাচালি হয়েছে তিন প্রতিষ্ঠানের মধ্যে।
গত ৮ অক্টোবর পাঁচ ধরনের সেবার ওপর ২৩ শতাংশ মাশুল বৃদ্ধি করে বিকডা, যা ৪ অক্টোবর থেকে কার্যকর বলে সার্কুলার দেয় সংগঠনটি। এ নিয়ে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এবং বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে মতানৈক্য দেখা দেয় ডিপো মালিকদের। শুরু হয় চিঠি চালাচালি।
বিকডার মাশুল বাড়ানো অযৌক্তিক ও নিয়ম-বহির্ভূত জানিয়ে ১০ নভেম্বর বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম একটি চিঠি দেন। এতে মাশুল বাড়ানোর ফলে পোশাকশিল্পে নানা সমস্যা পড়বে বলে উল্লেখ করা হয়। সেই সঙ্গে মাশুল না বাড়াতে বিকডার প্রতি অনুরোধ জানান তিনি। এ চিঠির পরিপ্রেক্ষিতে বিকডা থেকে তিন পৃষ্ঠার ব্যাখ্যা প্রদান করা হয়। এর পর অযৌক্তিক বর্ধিত মাশুল বন্ধ করার জন্য গত বুধবার বিকডাকে আবার চিঠি দেয় বিজিএমইএ। এতে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক ট্যারিফ কমিটির অনুমোদন না হওয়া পর্যন্ত বর্ধিত মাশুল স্থগিত রাখার আহ্বান জানানো হয়।
একই দিনে মাশুল বৃদ্ধি অযৌক্তিক জানিয়ে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও বিকডাকে চিঠি দেওয়া হয়েছে। এক তরফাভাবে মাশুল বাড়ানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এতে। বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব মো. রুহুল আমিন সিকদার জানান, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের একটি চিঠি পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বিজিএমইএর মতো তাদেরও চিঠি দেওয়া হয়েছে।
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইয়েদ মো. আরিফ বলেন, ‘বিকডা কোনো পক্ষের সঙ্গে আলাপ না করেই হঠাৎ ২৩ শতাংশ মাশুল বৃদ্ধি করে। আমাদের সঙ্গে বিভিন্ন ডিপোর চুক্তি আছে। মাশুল বাড়াতে হলে মন্ত্রণালয় থেকে তা অনুমোদিত হতে হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫