Ajker Patrika

গায়ে আগুন দিয়ে গৃহবধূর ‘আত্মহত্যা’

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১০: ১০
গায়ে আগুন দিয়ে গৃহবধূর ‘আত্মহত্যা’

গাজীপুরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সালমা আক্তার (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত সোমবার তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী জাহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

সালমা গাজীপুর মহানগরীর পূবাইলের বৃন্দান এলাকার মৃত আজমত উল্লাহর মেয়ে। তিনি একই এলাকার জাহিদুল ইসলামের স্ত্রী।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, জাহিদুল ও সালমা ফুপাতো ভাই বোন। তাঁদের বিয়ের পর তাঁদের সংসারে তিনটি সন্তান আছে। পারিবারিক কলহের জেরে গত রোববার সালমা শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

ওসি বলেন, স্বজনেরা তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকায় পাঠানো হয়।

পরে স্বজনেরা তাঁকে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার সালমা মারা যায়।

মুহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত