Ajker Patrika

ইবিতে খাবারের দাম বাড়লেও বাড়েনি মান

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৫: ০৮
ইবিতে খাবারের দাম বাড়লেও বাড়েনি মান

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারটি আবাসিক হলে খাবারের দাম বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, প্রভোস্ট কাউন্সিলের অনুমোদন ছাড়াই ডাইনিং ম্যানেজারেরা খাবারের দাম বাড়িয়েছেন। এদিকে দাম বাড়ানো হলেও বাড়েনি খাবারের মান। এ বিষয়ে হল প্রাধ্যক্ষদের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন হলগুলোর আবাসিক শিক্ষার্থীরা।

আবাসিক শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আটটি আবাসিক হলের মধ্যে বিনা অনুমতিতে খাবারের দাম বৃদ্ধি করেছে লালন শাহ হল, জিয়াউর রহমান হল, শেখ রাসেল হল ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। করোনার বন্ধের আগে হলগুলোতে খাবারের মূল্য ছিল সর্বনিম্ন ২২ টাকা ও সর্বোচ্চ ২৫ টাকা। বর্তমানে লালন শাহ হল তা বৃদ্ধি করে ২৫,২৮ ও ৩৫ টাকা নির্ধারণ করেছে। শহীদ জিয়াউর রহমান হল ২৫,৩০ ও ৩৫ টাকা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে করা হয়েছে ২৫ ও ৩০ টাকা। শেখ রাসেল হলে ২৫,২৮ ও ৩৫ টাকা করা হয়েছে।

লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থী তাওফিক আলম বলেন, ‘করোনার আগে ডাইনিংয়ের খাবারের দাম ছিল সর্বনিম্ন ২২ টাকা এবং সর্বোচ্চ ৩০ টাকা। হল খোলার পর হল কর্তৃপক্ষ এবং ডাইনিং ম্যানেজারেরা শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা না করেই হঠাৎ খাবারের দাম বাড়িয়েছেন।’

নাম না প্রকাশের শর্তে শেখ রাসেল হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, খাবারের মান কমছে কিন্তু দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। নিম্ন মানের খাবার খেয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন। বাধ্য হয়ে বাইরের হোটেলে খেতে হচ্ছে।’

লালন শাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ওবায়েদুল ইসলাম বলেন, ‘দাম বৃদ্ধির বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের কোনো সিদ্ধান্ত হয়নি। ডাইনিং ম্যানেজারেরা দাম বৃদ্ধি জন্য অনুমতি চেয়েছিলেন আমরা অনুমতি দিইনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত