Ajker Patrika

দুজনের মৃত্যুর দিনে শনাক্ত ৩১

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২০: ৩০
দুজনের মৃত্যুর দিনে শনাক্ত ৩১

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ জন। ৬০৪ জনের নমুনা পরীক্ষা করে তাঁদের শনাক্ত করা হয়। শনাক্তের হার ৫ দশমিক ১৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক চিকিৎসক হিমাংশু লাল রায় এসব তথ্য নিশ্চিত করে জানান, এ দিন দুজন করোনা রোগীর মারা গেছেন। তাঁরা সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ১৪২। এর মধ্যে সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৫১ জন। সুনামগঞ্জে ৭২ জন, মৌলভীবাজারে ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ১৩ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জে ১, মৌলভীবাজারে ১৫ ও হবিগঞ্জে ২ জন আছেন। সব মিলিয়ে বিভাগের চার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ২০১ জন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৩৫৮ জন।

এই ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ১৩৮ জন করোনা আক্রান্ত রোগী। আর হাসপাতালে ভর্তি হয়েছেন চারজন। সব মিলিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১০১ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত